ট্যুরে গেলে যে কাজগুলো করা আপনার অবশ্যই কর্তব্য

৩৬৫ পঠিত ... ১৫:৩৬, মে ২২, ২০২৩

ট্যুরে-গেলে

আপনি যদি বন্ধুদের সাথে ট্যুর প্ল্যান করে থাকেন বা যে কারো সাথেই ট্যুরের প্ল্যান থেকে থাকে তবে এই আইডিয়া আপনার জন্যই। ট্যুর প্ল্যান না থাকলেও, ঘনিয়ে আসা ট্যুরের জন্য এগুলো জেনে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন!

১#
সাথে অসুস্থ রুগি, কম বয়সী বাচ্চা কিংবা যেই থাকুক না কেন যেকোনো অজুহাতে জানালার পাশের সিটটা আপনাকে নিতেই হবে। জানালার পাশে না বসলে আপনি দম আটকে মারা যাবেন এই কথা সবাইকে বিশ্বাস করাবেন।

২#
আপনি ভুল করে হলেও ট্যুরে আপনার ইয়ারফোন নিয়ে যাবেন না। তারপর একে একে সবার ইয়ারফোন ধরে আপনি টানাটানি করবেন।

৩#
বমি করার সময় আপনার পাশের জনের কোলই দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠ জায়গা। সব বমি এখানে ঢেলে দিন।

৪#
আসা যাওয়ার পথে যখন যে খাবার চোখে পড়বে কোনো চিন্তাভাবনা ছাড়া কিনে ফেলবেন। তারপর নিজে খেতে না পেরে আশেপাশের মানুষকে গিলানোর ট্রাই করবেন।

৫#

রাতেরবেলা আপনার সাথে ঘুমাতে আসা হবে মানুষের জীবনের সবথেকে বড় পাপ। হয় সারারাত ফোনে কথা বলবেন আর নাহয় সারারাত নাক ডাকবেন।

৬#

আপনার একটু পর পর প্রাকৃতিক ডাক আসবে, আর সেই ডাকে সাড়া দেয়ার জন্য ট্যুর শুদ্ধ সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে।

৭#
আপনি আপনার মোবাইল, ল্যাপটপ সব নানান জায়গায় ফালায় রেখে ইচ্ছামতো ঘুরবেন আর আপনার বাসা থেকে সারাক্ষণ বাকিদের ফোন দিয়ে আপনাকে চাইবে।

৮#

ট্যুরে কেউ নিশ্বাস নেয়ার আগেও আপনি তাকে থামিয়ে একটা ছবি তুলে নেবেন। ভুলে যাবেন না, ট্যুরের আসল উদ্দেশ্য হচ্ছে ছবি তোলা।

৩৬৫ পঠিত ... ১৫:৩৬, মে ২২, ২০২৩

Top