ব্যাচেলরদের বাসা ভাড়া নেয়ার নিঞ্জা টেকনিক

৭৬৩ পঠিত ... ১৯:০০, মে ১৭, ২০২৩

An-accidental

ব্যাচেলরদের বাসা খুঁজে পাওয়া আর টক্সিক মানুষ পার্ফেক্ট লাইফ পার্টনার পাওয়া একদম একই জিনিস। সহজে পাওয়া যায় না, আর পেলেও কোনোরকম থেকে যেতে হয়। পার্ফেক্ট হয় না! কিন্তু eআরকি থাকতে ব্যাচেলরদের এই টেনশন দূর হবে না, তা হয় না। তাই জেনে নিন ব্যাচেলর হয়েও কীভাবে মনের মতো বাসা নিবেন।

১#

বাসা খুঁজতে যাওয়ার আগে রাস্তায় আব্বা অথবা আম্মার বয়সী কাউকে দেখা মাত্রই তাকে পটানো শুরু করুন। একবার ফ্যামিলি বাসা বলে উঠে গেলেই হলো, তারপর এই মিথ্যা বাবা-মেয়ের সম্পর্ক নাই করে দেবেন!

২#

ব্রেকাপ সবারই হয়, এজন্য যে আজীবন এক্সের সাথে কথা বলবেন না এমন না। এক্সকে নক করুন, তার সাহায্য নিন। দুইজনে মিলে ফেইক বিয়ে বলে বাসায় উঠে পড়ুন, তারপর আবার ব্রেকাপ করে ফেলুন।

৩#

বাড়িওয়ালাকে ভুলক্রমেও বলার দরকার নেই আপনি তার বাসা ভাড়া নিতে এসেছেন! তাকে বলুন, ‘আপনাদের দেখলেই আমার নিজের ফ্যামিলির কথা মনে হয়ে যায়, আপনি আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে থাকতে এসেছি। আর কিছুই না।’ এতে ভাড়া পাওয়ার সাথে সাথে ভাড়ার পরিমাণ কম হওয়ারও চান্স আছে!

৪#

বাসা নেয়ার ক্ষেত্রে বন্ধু-বান্ধবকে এড়িয়ে চলুন। আপনার কলেজ/ভার্সিটির জুনিয়রদের সাথে বাসা ভাড়া নিন। এতে আপনি সবার মা/বাবা হয়ে ফ্যামিলি বাসা বলে ভাড়া নেয়ার একটা সুযোগ পাওয়ার আশা রাখা যায়।

৫#

বাসা ভাড়া নেবেন ঠিকই কিন্তু বাসা ভাড়া নিচ্ছেন এটা বলারই দরকার নাই। নিজেকে কোনো কোম্পানির সিইও হিসেবে পরিচিত করান, তারপর সবাই মিলে অফিস নামক সেই বাসাতেই বাকি দিন কাটান!

৬#

পরিবার গ্রাম থেকে আসতেছে এই টেকনিকে মোটামুটি ৬ মাস বাসা নিয়ে একা থাকা যায়। তাই ভাড়া নেয়ার আগে জানান, পরিবার গ্রাম থেকে আসবে। তারপর ৬ মাস থেকে আবার আরেক বাসায় একই ট্রিকস!

৭৬৩ পঠিত ... ১৯:০০, মে ১৭, ২০২৩

Top