মাথায় উকুন হলে কী করবেন?

৩৪৬ পঠিত ... ১৭:১৩, এপ্রিল ৩০, ২০২৩

Ukun

মাথায় উকুন হওয়া নিয়ে অনেকে আছেন নানান টেনশনে। কী করবেন? কিছুই বুঝে উঠতে পারছেন না? জেনে নিন, মাথায় উকুন হলে আসলে আপনার কী করা উচিৎ।

 

১# পেলেপুষে বড় করুন। আপনারই তো রক্ত।

 

২# মাথা ন্যাড়া করে ফেলুন। ন্যাড়া মাথায় উকুন হয় না।

 

৩# খেয়ে ফেলতে পারেন। পুষ্টিগুণ কেমন জেনে নিয়েন।

 

৪# আরও কয়েকটা মাথা একসাথে করে উকুনের খামার শুরু করুন।

 

৫# চুলে আগুন লাগিয়ে দিতে পারেন।

 

৬# উকুনগুলোকে বিরোধীদলের পোলিং এজেন্ট হিসেবে ভোটকেন্দ্রে নিয়োগ দিয়ে দিন।

 

৭# ফেসবুকে কতো মানুষ আফসোস করে স্ট্যাটাস দেয়, আমার একটা মানুষ হইলো না। আপনার তো অন্তত উকুন হয়েছে। তাড়িয়ে দেবেন কেন?

 

৮# মাথায় উকুন হলে নাচুন। উকুন ঝরে ঝরে পড়ে যাবে।

 

৯# মাথা নিচে পা উপরে দিয়ে দাঁড়িয়ে থাকুন। মহাকর্ষ বলের প্রভাবে উকুনগুলো নিচে পড়ে যাবে।

 

১০# কিছুই করার দরকার নেই। সবসময় এমন কিছু না কিছু করার চিন্তায় থাকেন কেন?

 

৩৪৬ পঠিত ... ১৭:১৩, এপ্রিল ৩০, ২০২৩

Top