সাংবাদিক তুলে নেয়ার পাশাপাশি সিসিআইডিকে দিয়ে আরও যা যা তোলানো যায়

১৫১৭ পঠিত ... ১৬:০০, মার্চ ৩০, ২০২৩

CID

যখন তখন যাকে তাকে তুলে নিয়ে যাওয়া বিষয়ে সিসিআইডি, ভিবি ও ব্যাবের বিশেষ সুনাম রয়েছে। নানান সময়ে, নানাভাবে, নানান মানুষকে তারা সফলতার সাথে তুলে নিয়ে যেতে সক্ষম হয়েছে। ব্যাব, ভিবি ও সিসিআইডির এই তুলে নিয়ে যাওয়ার দক্ষতা আমরা চাইলে আরও নানান কাজে ব্যবহার করতে পারি।

 

১#

গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেলে সেই সিলিন্ডার ভরে আবার তোলা বেশ কষ্টসাধ্য কাজ। তার উপর গ্যাসের দামের কথা মনে পড়লে কষ্টও আরও বেড়ে যায়। অনেক সাধারণ মানুষ আছেন, যারা একই সিলিন্ডারের ভার ও গ্যাসের দামের ভার কাঁধে নিয়ে আর দাঁড়াতে পারেন না। তাদের পাশে এসে দাঁড়াতে পারে ভিবি, সিসিআইডি ও ব্যাব। কাঁধে সিলিন্ডার তুলে এগিয়ে আসতে পারে জনগণের সেবায়।

 

২#

সকাল ঘুম থেকে উঠতে পারে না দেখে অনেক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীই সকাল ৮টার ক্লাস মিস করে। ফলে সিজিপিএ নিয়ে তারা থাকে নানান টেনশনে। উগান্ডার এই তিন প্রতিষ্ঠান চাইলে শিক্ষার্থীদের উপকারে আসতে পারে। সকাল ৮টার ক্লাস ধরিয়ে দিতে সকাল ৭টায় তারা আসবে। সাংবাদিকের মতো শিক্ষার্থীদেরও তুলে নিবে। এরপর ক্যাম্পাসে ফেলে আসবে।

 

৩#

মাসের শুরুর দিকে রাষ্ট্রের এই তিন বাহিনীকে কাজে লাগানো যায়। এই সময়ে মানুষ বাসা পরিবর্তন করে। ফলে আসবাবপত্র তুলে অন্য কোথাও নেওয়ার চাপ থাকে। এই কাজে জনগণকে সাহায্য করতে পারে সংস্থাগুলো। আস্ত মানুষ তুলে নিয়ে যেতে পারে যারা তাদের পক্ষে তো সামান্য আলমারি, খাট, ড্রেসিং টেবিল তোলা কোন ব্যাপারই না।

 

৪#

দেশের নানান জায়গায় নদী দখল, ফুটপাত দখল, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে অনেকেই ঘর, বাসা, মার্কেট বানিয়ে ফেলেন। যোগ্য কোন বাহিনী নেই দেখে, সরকার এই ঘর, বাসা কিংবা মার্কেট তুলে দিতে পারে না। এই কাজটি হাতে নিতে পারে সিসিআইডি, ব্যাব কিংবা ভিবি। দেশের উপকার হবে।

 

৫#

তাদের উচিৎ তুলে ফেলতে পারা বিষয়ক একটি বিশেষ কোচিং চালু করা। নীরবের মতো নায়করা সেখানে ভর্তি হবে।

১৫১৭ পঠিত ... ১৬:০০, মার্চ ৩০, ২০২৩

Top