দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে যেভাবে সংসার চালাবেন: অব্যর্থ সব টিপস

৬৫৫ পঠিত ... ১২:৩৫, মার্চ ২৫, ২০২৩

Tips

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে অনেকেই দাবি করছেন, তাদের সংসার নাকি চলছে না। সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে বেশ কিছুদিন ধরেই এমন রিপোর্ট, ফেসবুক পোস্ট দেখেছি। যারা এই ধরনের কথা বলেন, তারা জেনে নিন সংসার চালানোর ৬টি অব্যর্থ পদ্ধতি।  

 

১#

সংসারের নিচে বেয়ারিং লাগিয়ে নিন। এরপর দেখবেন, ঠেলা দিলেই সংসার চলছে।

 

২#

সংসারকে নিয়মিত উন্নয়নের খবর পড়তে দিন। বিটিভি দেখা বাধ্যতামূলক করে দিতে পারেন। গবেষণায় দেখা গেছে, উন্নয়নের নিউজ দেখালে সংসার দৌঁড়ায়।

 

৩#

সংসার চলতে না চাইলে ভুলে তেল বা জ্বালানি দেবেন না। বরং তেল, জ্বালানি আগের চেয়ে কমিয়ে দিন। তরকারি একটা কমিয়ে ফেলুন। ভাত একটু কম খান, জামা একটু কম পরুন। দেখবেন, জ্বালানি কমালে সংসার চলছে। এটাই নিয়ম।

 

৪#

২৪ ঘণ্টা রোজা রাখার অভ্যাস করুন। এক জরিপে দেখা গেছে, ২৪ ঘণ্টা রোজা রাখলে একটু কষ্ট হলেও সংসার চলছে অনেকের।

 

৫#

একটু ক্যলকুলেটিভ হতে পারেন। সামান্য কিছু অ্যাডজাস্ট করলেই দেখবেন সংসার চলছে। সরকারকে গালি দিতে হচ্ছে না। আগে যদি ৩ বেলা খেতেন, এখন এক বেলা খাওয়া কমিয়ে দিন। দুই বেলা খেলে সেটিকে একবেলায় নামিয়ে আনুন। দেখবেন, চলছে। ট্রাস্ট মি।

৬৫৫ পঠিত ... ১২:৩৫, মার্চ ২৫, ২০২৩

Top