মেয়েদের ছোট করে বলা যে কথাগুলো এখনও সমাজে টিকে আছে

৪৭০ পঠিত ... ১৮:৫০, মার্চ ০৭, ২০২৩

মেয়েদের-ছোট-করে-বলা-যে-কথাগুলো-এখনও-সমাজে-টিকে-আছে

আমাদের সমাজের অনেকেই এখনও মনে করেন, মেয়েদের আর ছোট করে কিছু বলা হয় না। নারী-পুরুষ সমান অধিকার, সমান সম্মানেই আছে এখন। কিন্তু এই ধারণাও ভুল। আমাদের সমাজে এখনও এমন কিছু প্রচলিত কথা আছে যা দ্বারা শুধুমাত্র মেয়েদের ছোট করা হয়!

 

১#

মেয়েমানুষের মতো সারাক্ষণ চুড়ি পরে বসে থাক। তোর কিছু করতে হবে না!

 

২#

তুইও কাল থেকে শাড়ি পরিস, শার্ট-প্যান্ট পরে আর কি হবে!

 

৩#

মেয়েদের মতো এসব ন্যাকা কান্না করিস না। বন্ধ কর!

 

৪#

মেয়েদের মতো এতো নরম-সরম হলে কীভাবে কী? তুই পুরুষ মানুষ এটা কি ভুলে যাস?

 

৫#

পুরুষ মানুষ রাগলে হয় বাদশা, মাইয়া মানুষ রাগলে হয় বেশ্যা।

 

৬#

লেডিস ফার্স্ট…!

 

৭#

বউয়ের বুদ্ধিতে চলোস দেখেই এমন হয়। মেয়েমানুষের বুদ্ধির কাজ আর কতোই বা ভালো হবে!

৪৭০ পঠিত ... ১৮:৫০, মার্চ ০৭, ২০২৩

Top