আজকের দিনে যেসব কাজ করলে সবাই আপনাকে জড়িয়ে ধরবেই

৪০০ পঠিত ... ১৬:৪৪, ফেব্রুয়ারি ১২, ২০২৩

আজকের-দিনে-যেসব-কাজ-করলে-সবাই-আপনাকে-জড়িয়ে-ধরবেই

আজকের এই হাগ ডে তে আপনাকে জড়িয়ে ধরার কেউ নেই? কোনো চিন্তা করবেন না। আপনার কথা চিন্তা করেই আমরা নিয়ে এসেছি যুগান্তকারী উপায়! আমাদের দেখানো পথে চলে আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন অজস্র হাগ!  

 

১#

আপনার বন্ধুকে ফোন করে আদর জড়ানো গলায় বলুন, ‘তোর বিকাশে কিছু টাকা পাঠিয়েছি, চিল কর।‘ দেখবেন কল কাটার আগেই বন্ধু বাসায় এসে আপনাকে জড়িয়ে ধরে বসে আছে।

 

২#

আজকের এই একটা দিনই নিজের ঘরটা নিজেই পরিস্কার করে ফেলুন। আর কেউ আসুক না আসুক আপনার আম্মা যে আপনাকে এসে জড়িয়ে ধরবে এটা লিখেই দেয়া যায়।

 

৩#

প্রতিদিন তো আব্বার পকেট মারেন, আজকে আব্বার পকেট না মেরে বরং আব্বাকেই জিজ্ঞেস করুন, ‘কী চাই তোমার?’ ছেলে/মেয়ের এমন প্রোগ্রেস দেখলে বাবা হাগ না করে যাবে কই!

 

৪#

বাসার নিচে আপুর বয়ফ্রেন্ডকে দাঁড়িয়ে থাকতে দেখলে আম্মাকে না বলে আপুকেই বলুন, আপুর সাথে দুলাভাই-এর হাগও ফ্রি পাবেন!

 

৫#

আজকেই সুযোগ, আপনার এক্সের সাথে দেখা করুন। তার সাথে ঘটে যাওয়া মুহূর্তের স্মৃতিচারণ করুন। আবেগে কেঁদে দিয়ে যখন আশেপাশে কিছু পাবে না তখন আপনাকেই জড়িয়ে ধরবে।

 

৬#

মেস থেকে বের হওয়ার আগে অন্তত আজকের দিনে নিজের জুতাটা পরেই বের হোন। প্রতিদিন যে রুমমেটের জুতা নিয়ে চলে যেতেন, সে আপনাকে জড়িয়ে ধরতে ভুলবে না।

 

৭#

আপনার সুন্দর জামা-কাপড় আজকের দিনে মিঙ্গেল বন্ধুদের দান করে দেন। যার যেটা ইচ্ছা সেটা পড়েই প্রেমিকার সাথে দেখা করতে যাবে। এমন দানশীল বন্ধুকে হাগ না করে যাবে কই!

 

৮#

এতগুলো হাগেও যদি কাজ না হয় তাহলে আমার মতো নিজেই নিজেকে হাগ করুন। নিজেকে নিজে জড়িয়ে ধরার মধ্যে যে আনন্দ নাই, সেটা হাগ করলেই টের পাবেন।

৪০০ পঠিত ... ১৬:৪৪, ফেব্রুয়ারি ১২, ২০২৩

Top