যে কারণে একজন সাহিত্যিকের সাথে প্রেম করবেন

৩৮৩ পঠিত ... ১৭:৪২, ফেব্রুয়ারি ০৯, ২০২৩

একজন

সাহিত্যিকের সাথে প্রেম করা খুবই বুদ্ধিমানের কাজ। জীবনে সুযোগ-সুবিধার কোনো অভাব নেই, যেদিকে তাকাবেন দেখবেন সুযোগ আপনার দিকে হাত বাড়িয়ে আছে। তাই eআরকি আপনাদের আজ এই সুযোগগুলো জানাতে এলো, যেন পরবর্তীতে কোনো সাহিত্যিক হাতছাড়া না হয়ে যায়!

 

১#

সে সারাদিন নিজের লেখালেখি নিয়েই চিন্তায় থাকবে। আপনি কার সাথে ঘুরলেন, কার ছবিতে লাভ রিয়েক্ট দিলেন, এসব দেখার সময় তার থাকবে না। তাই নিশ্চিন্তে নিজের জীবন নিজের পছন্দে কাটাতে পারবেন।

 

২#

প্রতি বইমেলাতে তার একটা করে নতুন বই বের হবে। যার কারণে আপনার নামে প্রত্যেক বছর একটা বই উৎসর্গ হওয়ার সুযোগ দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকবে।

 

৩#

আপনি রাগ করলে, বেশি ভালোবাসলে, ঝগড়া করলে কিংবা নিজের যেকোনো কাজে উপহারস্বরুপ একটা কবিতা,গান, গল্প না চাইতেই পেয়ে যাবেন।

 

৪#

ফেসবুকে ছবি আপলোড করার সময় আপনাকে ক্যাপশনের জন্য গুগলের দরজায় দরজায় ঘুরতে হবে না। আপনার সাহিত্যিক প্রেমিককে বললেই, হাজার হাজার এস্থেটিক ক্যাপশন পেয়ে যাবেন!

 

৫#

প্রতিবার দেখা করতে আসলেই দেখবেন আপনার জন্য কোনো না কোনো ফুল নিয়ে আসছে। ভাগ্য ভালো থাকলে সাথে বইও পাবেন। প্রতি ডেটেই ফুল আর বই পাওয়া সাহিত্যিককে ডেট করা ছাড়া কোনোভাবেই সম্ভব না!

 

৬#

টাকা খরচ করে সবসময় রেস্টুরেন্টে ডেটে যেতে হবে না। আপনারা লেকের পাড়, লাইব্রেরী, বইমেলা এসব জায়গাতেই দেখবেন দিনের অর্ধেক সময় কাটিয়ে দিচ্ছেন।

 

৭#

প্রেমিককে গিফট দেয়ার ঝামেলা তো একদমই নেই। একটা শাল আর সাদা রঙ এর পাঞ্জাবি কিনে দেবেন। ওটাতেই দেখবেন বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে।

 

৮#

আপনার প্রেমিক হবে সবার ড্রিম বয়! কিন্তু সে কারও দিকে মুখ তুলেও তাকাবে না! কারণ বেশিরভাগ সাহিত্যিক প্রেমিক ‘এক নারীতে আসক্ত হয়।‘

৩৮৩ পঠিত ... ১৭:৪২, ফেব্রুয়ারি ০৯, ২০২৩

Top