যে ১০ কারণে লিভ ইন রিলেশনে গেলে ডাক্তারের সাথেই যাবেন

৪৯৬ পঠিত ... ১৭:৫৩, ফেব্রুয়ারি ০৬, ২০২৩

যে-১০-কারণে-লিভ-ইন-রিলেশনে-গেলে-ডাক্তারের-সাথেই-যাবেন

পরিপূর্ণ পার্টনার পান না দেখে অনেকেই লিভ ইন রিলেশনশিপে যেতে পারেন না। সারাজীবন স্বপ্ন নিয়েই বেঁচে থাকেন। তাদের জন্য সঠিক পার্টনার সিলেকশনের টিপস নিয়ে আসলো eআরকি। আজ জেনে নিন, কেন লিভ ইন রিলেশনশিপে গেলে ডাক্তারদের সাথেই যাবেন।

 

১# প্রথমত আপনার চিকিৎসাজনিত খরচ বেঁচে যাবে। পাশাপাশি বাসাতেই একটা চেম্বার খুলে আপনার বন্ধুবান্ধবকে চিকিৎসা সেবা দিতে পারবেন। ডাক্তার পার্টনারের সাথে ফিফটি-ফিফটি শেয়ার ভাগাভগিতেও যেতে পারেন।

 

২# ডাক্তারদের নাক গন্ধপ্রুফ। সারাদিন হাসপাতালের দুর্গন্ধে থাকতে থাকতে এদের কাছে দুর্গন্ধ ব্যাপারটাই স্বাভাবিক হয়ে যায়। যার ফলে, আপনার ঘাম কিংবা বাতকর্মের দুর্গন্ধ কোনোটাই তাকে প্রভাবিত করবে না। আপনিও পেয়ে যাবেন একটি ঝামেলা বিহীন শান্তিপূর্ণ জীবন যা অন্য কোথাও নিঃসন্দেহে দুর্লভ।

 

৩# ডাক্তাররা সারাদিনই পড়ার উপর থাকে, হোক রাত তিনটা কিংবা দুপুর বারোটা। সুতরাং অদ্ভুত সময়ে জেগে থাকার জন্য ঘরে চুরি হবার আশঙ্কাও কম। কারণ চোরও জানে ঘরে একজন ডাক্তার আছে এবং সে জেগে আছে।

 

৪# চাকরিবাকরি চলে গেলেও বিশেষ কোন টেনশনের কিছু নাই। কথায় আছে, ডাক্তাররা নাকি কসাই। দুজন মিলে কসাইয়ের কাজ শুরু করবেন। জীবন আর আটকে থাকবে না।

 

৫# লিভ ইনে একটা বিশেষ সমস্যা হলো, বাবা-মা বা বাসা থেকে কোন আত্মীয় আসলে ধরা পড়ার সম্ভাবনা থেকে যায়। ডাক্তারদের সাথে এমন কোন সমস্যা নেই। আত্মীয়-স্বজন বাসায় আসবে জানলে ডাক্তারকে জানিয়ে দিবেন, ও কয়েকদিন হাসপাতালেই কাটিয়ে আসবে।

৪৯৬ পঠিত ... ১৭:৫৩, ফেব্রুয়ারি ০৬, ২০২৩

Top