যে বৈশিষ্ট্যগুলো থাকলে আপনি একজন আদর্শ স্বামী

১৯৩১ পঠিত ... ১৭:৩৮, জানুয়ারি ২৯, ২০২৩

যে-বৈশিষ্ট্যগুলো-থাকলে-আপনি-একজন-আদর্শ-স্বামী

আপনি কি একজন আদর্শ স্বামী? নাকি আদর্শ স্বামী হওয়ার চেষ্টায় আছেন? সংসার সুখের হওয়ার জন্য eআরকি নিয়ে এসেছে আদর্শ স্বামীর নানান বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য জেনে নিজেকে গড়ে তুলুন আদর্শ স্বামী রুপে।

 

১#

আপনি বাজার থেকে সবসময় পঁচা, বাসি মাছ কিনে আনবেন। চাইলেই একটু সচেতন হলে এই সমস্যার সমাধান হয়, কিন্তু আপনি তো আদর্শ স্বামী, আপনি কেন সচেতন হবেন? 

 

২#

স্ত্রীর হাতের কোন কিছু খেতে বসলে অবশ্যই বলবেন, ‘জিনিসটা রান্না করতো মা! তুমি যে কী রান্না করো! ওইটার মজা পৃথিবীর আর কোথাও নাই!’

 

৩#

বিছানা থেকে শুরু করে ঘরের কোন কিছুই আপনি গোছাবেন না! আদর্শ স্বামীরা এইসব গোছগাছে যায় না। বরং সম্ভব হলে এখানে সেখানে মোজা ফেলে রাখবেন, গোসলের পর বিছানার উপর ভেজা টাওয়ালেও ফেলে রাখবেন।

 

৪#

রান্নাঘরের সবকিছু এলোমেলো করে রাখবেন। আপনাকে হয়তো বকবে, কিন্তু বকা খাওয়ার ভয়ে নিজেকে শুধরে ফেলবেন না। মনে রাখবেন, আদর্শ স্বামী হতে পারে আপনার ভেতর এমন অগোছালো স্বভাব থাকতেই হবে!

 

৫#

বউ এর রান্না করা কলিজা ভূনা-তে লবন কম লাগে কিন্তু হোটেলের ডাল আপনি খুব শখ করে খান।

 

৬#

অফিস আওয়ারের পরও আরও তিন থেকে চার ঘণ্টা আপনার অফিসে থাকতে ভালো লাগে।

 

৭#

অফিস আওয়ারের পর সোজা বাসায় চলে যাবেন না। এখানে সেখানে যাবেন, আড্ডা দিবেন, সম্ভব হলে একেবারে কয়েকদিন পর বাসায় যাবেন। ভালো স্বামীরা প্রতিদিন বাসায় যায় না।

১৯৩১ পঠিত ... ১৭:৩৮, জানুয়ারি ২৯, ২০২৩

Top