ব্রাজিলের খেলার আগে আর্জেন্টিনা সমর্থকরা যেসব প্রস্তুতি নিয়ে রাখবেন

৬০৮ পঠিত ... ১৭:০০, নভেম্বর ২৮, ২০২২

Khela-dekhar-prostuti

ব্রাজিলের খেলার দিক শুধু ব্রাজিল সমর্থকরাই উৎফুল্ল থাকে না, উৎফুল্ল থাকে আর্জেন্টিনা সমর্থকরাও। আর্জেন্টিনার হার যেমন তাদের কষ্ট দেয় তেমনি সমান কষ্ট দেয় ব্রাজিলের জয়ও। সেজন্য ব্রাজিলের খেলার আগে প্রতিটি আর্জেন্টাইন ফ্যানদের নিয়ে রাখতে হয় কিছু পূর্বপ্রস্তুতি। জেনে নিন, ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনা ফ্যান হিসেবে আপনার যেসব প্রস্তুতি নিয়ে রাখা জরুরি।

 

১# পিছিয়ে থাকলে চলবে না। ব্রাজিল হেরে গেলে কী কী স্ট্যাটাস দেবেন তা আগে থেকেই প্রস্তুত করে রাখুন।

 

২# ব্রাজিলের বিপক্ষে যে দল খেলছে আপনি সে দল সমর্থন করলেও ফেসবুকে একটু চালাক পদ্ধতি অবলম্বন করুন। বরং সবাইকে জানান, আপনি আর্জেন্টিনা সমর্থক হলেও আপনি চান আজকে ব্রাজিল জিতুক।

 

৩# হাতের কাছে পর্যাপ্ত সেভেন আপ রাখুন। ব্রাজিল জিতে গেলে এই সেভেন আপই আপনার একমাত্র ভরসা। এক গবেষণায় দেখা গেছে, ব্রাজিলের জিতে যাওয়ার পর যদি কোন আর্জেন্টিনা সমর্থু সেভেন আপ খায় তাহলে তার বুকে ব্যথা কমে।

 

৪# খেলা যার সাথেই হোক, খেলা শুরুর আগে সেভেন আপ নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে ভুল করবেন না।

 

৫# হার্টের সমস্যা থাকলে ব্রাজিলের খেলা শুরুর আগে অন্তত একবার চেকআপ করে নিন। কারণ, আর্জেন্টিনা গোল খেলে যেমন আপনার হার্টে সমস্যা হবে, ব্রাজিল গোল দিলেও একই সমস্যা হতে পারে।

 

৬# ব্রাজিলের বিপক্ষে খেলা দল কতটা দুর্বল সে বিষয়ে একটি থিসিস পেপার প্রস্তুত করতে পারেন। ব্রাজিল জিতলে বা হারলে ফেসবুকে পোস্ট করুন।

 

৭# নেইমারকে নিয়ে একটা স্ট্যাটাস দিতে ভুল করবেন না। নেইমারের পড়ে যাওয়া নিয়ে স্ট্যাটাস দিতে পারলে বেশি ভালো।

 

৮# বাসায় কোন ব্রাজিল সমর্থক থাকলে কিছু প্রস্তুতি নিয়ে রাখুন। কারণ ব্রাজিল হেরে গেলে তার সকল কাজ আপনাকেই করতে হবে।

৬০৮ পঠিত ... ১৭:০০, নভেম্বর ২৮, ২০২২

Top