নবাগত ফুটবল দর্শককে যেসব উপায়ে নিজের দলে টানবেন

৭২৬ পঠিত ... ১৭:১৫, নভেম্বর ১২, ২০২২

Nobagoto-dorshokder

আপনার বাসায় কী ছোট ভাইবোন আছে? কিংবা আপনার অতি দুষ্টু কাজিন? এরা এখনো খেলার কিছুই বোঝে না? আর নয় চিন্তা, নিজের দল ভারি করতে এখনই এদের হাত করে ফেলুন। এদের হাত করতে পারলেই বাসায় কিংবা এলাকায়, আপনার দল হয়ে উঠবে শক্তিশালী এক দল। আসুন জেনে নিই কীভাবে এদের দলে টানা যায়।  

 

১#

তাদেরকে দিন দু’বেলা চকলেট কিনে দেয়ার লোভ দেখাবেন। বাইরে যাবার আগে প্রতিবার বলে যাবেন, ‘আমি বাহিরে যাচ্ছি, আমার বলে দেয়া দলকে সাপোর্ট করলে আসার সময় চকলেট নিয়ে আসব।’ ব্যস আর কিছু করা লাগবে না। আপনার পাতা ফাঁদে ওরাই পা দেবে।

 

২#

নিজের জন্য জার্সি কিনার পাশাপাশি ওদের জন্যেও জার্সি কিনবেন। জার্সি পরে বেইমানি করে ওরা যাবে টা কই?

 

৩#

আপনার প্রথম এবং প্রধান অফার থাকবে, আপনার দল সাপোর্ট করলে তাদেরকে মোবাইলে গেইম খেলতে দেবেন। সাপোর্ট তো সাপোর্ট, দরকার হলে কলিজা খুলে দিয়ে দেবে।

 

৪#

আপনি তাদের সাথে একটা ডিলে আসতে পারেন। এই যেমন, ‘আগে তো আমি সারাদিন টিভি দেখতাম, তোমাদের দেখতেই দিতাম না। এখন থেকে খেলার টাইম ছাড়া সারাদিন টিভি তোমাদের দখলে থাকবে।‘ টিভি দেখতে দিলে ওদের আর কী চাই বলেন।  

 

৫#

বিকালে বের হওয়ার সময় ওদেরকেও সাথে নিয়ে বের হবেন। আশেপাশে হাঁটাহাটি করলেন, নিজের দলের কিছু উপকারিতা শোনালেন, এই দল সাপোর্ট করে এমন আরও ৪-৫জনের সাথে পরিচয় করালেন, চিপস-আইসক্রিম খাওয়ালেন, দেখবেন আপনাকে ওরা ভাই ভাবা শুরু করবে, ভাই।  

 

৬#

আপনি মাঝেমধ্যেই ওদের কঠিন কঠিন হোমওয়ার্কগুলো করে দিতে রাজি হয়ে যাবেন। আপনার কারণে যদি তাদের মান ইজ্জত বেঁচে যায়, তাহলে তারাও আপনার মান ইজ্জত ডুবাবে না।

 

৭#

দোকানে এটা ওটা কিনতে পাঠাবেন সাথে এক্সট্রা ৫/১০ টাকা দিয়ে বলে দিবেন, ‘এটা দিয়ে তোমার জন্য। চকলেট কিনে নিয়ে আসবা।‘ ঘুষবিদ্যায় ওদেরও হাতেখড়ি হোক।   

 

৮#

বাসার কোনো সদস্য তাদের বকাবকি করলে সাথে সাথে সেটার ফায়দা ওঠাবেন। তাদেরকে পরম যত্নে সান্ত্বনা দেবেন, বলবেন ‘যে বকাবকি করে তার দল করার দরকার নাই। আমরা সবাই আমার দলকেই সাপোর্ট করব।‘  

 

৯#

আরেকটা কাজ যেটা আপনি চাইলেই করতে পারবেন। খুব কষ্ট নিয়ে ‘এই কেঁদে দিচ্ছেন দিচ্ছেন’ ভাব রেখে বলবেন, ‘তুমি আমার দল সাপোর্ট না করলে আমি কিন্তু কষ্ট পাবো।‘ছোট মানুষ আবার কাউকে কষ্ট দিতে রাজি হয় না।

 

১০#

যদি কোনো কিছুতেই কাজ না হয় তাহলে ব্ল্যাকমেইল করা শুরু করবেন। কবে গ্লাস ভেঙেছিল, খামাখা পেট ব্যাথার বাহানা দিয়েছিল, তার যত কুকীর্তি আছে সব বলে দেয়ার থ্রেট দিবেন। দেখবেন হাতি গর্তে পা দিয়েছে।

৭২৬ পঠিত ... ১৭:১৫, নভেম্বর ১২, ২০২২

Top