স্কুল শিক্ষক হিসেবে যে দায়িত্বগুলো আপনি অবশ্যই পালন করবেন

৭৯১ পঠিত ... ১৭:১৬, নভেম্বর ০৮, ২০২২

Teacher

আপনি যদি একজন স্কুল শিক্ষক হয়ে থাকেন, তাহলে এই দায়িত্বগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে। বলেন কী? দায়িত্বগুলো আপনি জানেন না? চিন্তা নেই, eআরকি আছে আপনাদেরই সাথে। দেখুন, শিখুন, প্রয়োগ করুন।

 

১#  

আপনি বাসায় সারাদিন স্টুডেন্ট পড়াবেন, বউ-বাচ্চা নিয়ে থাকবেন, সন্ধ্যা হলে চায়ের দোকানে আড্ডা দেবেন, রাতে বাসায় বসে বসে বই পড়বেন। বাসায় ভুলক্রমেও ঘুমাতে যাবেন না। আপনি ঘুমাবেন ক্লাসরুমে। ক্লাসে এসে ছাত্রদের ‘কবি-পরিচিতি’লিখতে দিয়ে দেবেন আরামের একটা ঘুম।

 

২#

স্কুলে আপনি একদমই ঠিকঠাক পড়াবেন না। কোনোরকম পাঠ পড়িয়েই ক্লাস থেকে বের হয়ে চলে আসবেন। আপনার আসল পড়ানো হবে বাসায়। সকালে একটা ব্যাচ পড়াবেন, দুপুরে একটা, বিকাল-সন্ধ্যা মিলিয়ে দুইটা।

 

৩#

কোনো স্টুডেন্ট যদি আপনার কাছে প্রাইভেট না পড়ে তাহলে তাকে মার্ক দিতে হবে বুকে কিপটামির পাথর চাপা দিয়ে। এই যেমন প্রথম প্রশ্নে ২ দিলে দ্বিতীয় প্রশ্নে ০। আর তারপরের সব প্রশ্নই চোখ বন্ধ করে কেটে দেবেন।  

 

৪#

রোদ, বৃষ্টি, ঝড়, তুফান, কোনোকিছুই আপনি তোয়াক্কা করবেন না। সব পিছনে ফেলে প্রতিদিন স্কুলে আসবেন আর প্রতিদিনই আপনার ক্লাস হবে।

 

৫#

ক্লাসে যখনই কোনো স্টুডেন্ট দাঁড়িয়ে, ‘পড়া বুঝিনি বলবে, সাথে সাথে তাকে বোর্ডে ডেকে, অন্য আরেকটা অধ্যায়ের অন্য আরেকটা প্রশ্নের উত্তর লিখতে বলবেন। যেটা আপনি কোনোদিনই পড়ান নাই। তারপর কেন পারলো না সেই জবাবদিহি নিয়ে তার করা প্রথম প্রশ্নটা এড়ায়ে যাবেন।

 

৬#

যেদিনই আপনার বাসায় ঝগড়া হবে, সেদিনই সারারাত জেগে আপনি ছাত্রদের পরীক্ষার পেপার দেখবেন। কে কী লিখলো তা না দেখে মনের জ্বালা মিটাতে সবাইকেই মার্ক কম করে দিয়ে যাবেন।

 

৭#

ক্লাসে যে কোনো পড়া জিজ্ঞেস করার জন্য, আপনার কাছে প্রাইভেট পড়ে এমন একজনকে দাঁড় করাবেন। তারপর তার থেকে উত্তর আদায় করেই মুচকি মুচকি হেসে বুক ফুলাবেন।

 

৮#

প্রতিটা ক্লাস শেষে বা শুরুতে আপনার নিজের বাচ্চাকাচ্চা নিয়ে একটা ৫-১০ মিনিটের ব্রিফ দিতে ভুলবেন না যেন। এই যেমন আপনার কোন বাচ্চা কবে কিসের জন্য কী মেডেল পেলো! কোন বাচ্চাকে কী পড়াতে বিদেশ পাঠাচ্ছেন সব ছাত্রদের জানা চাই।

 

৯#

আপনি ক্লাসে এসে সব ছাত্রদেরকে জানাবেন, কাল কোন ছাত্র বা ছাত্রীকে কোন টাইমে কোথায় দেখেছিলেন। তারপর সবাইকে সাথে নিয়ে তার কালকের গল্প শুনবেন।  

 

১০#

ক্লাসে যে ছাত্র বা ছাত্রীকে আপনি দেখতে পারেন না, তাকে প্রথমেই দাঁড় করিয়ে সে পারবে না এমন প্রশ্ন জিজ্ঞেস করবেন। না পারার পর বাকিটা ক্লাস সে নানা শাস্তির প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। চোখে দেখেও শান্তি, আহ!

৭৯১ পঠিত ... ১৭:১৬, নভেম্বর ০৮, ২০২২

Top