যে সুবিধাগুলো আপনি কেবলমাত্র বয়ফ্রেন্ড না থাকলেই পাবেন

৮২০ পঠিত ... ১৬:১৩, নভেম্বর ০৭, ২০২২

BF-na-thakar-subidha

আপনার যদি বয়ফ্রেন্ড থাকে, তাহলে এই সুযোগ-সুবিধাগুলো একদমই আপনার না। তবুও যদি এই সুযোগ ভোগ করার ইচ্ছা জাগে, তবে আজই ব্রেকাপ করে জয়েন করুন সিঙ্গেলদের সাথে। চলুন জেনে নিই কী এই মন ছুঁয়ে দেয়া সুবিধাগুলো।

 

১#

আপনার বাহিরে বের হওয়ার জন্য বাবা-মা ছাড়া অন্য কারোর পারমিশনের অপেক্ষা করতে হবে না। ‘বয়ফ্রেন্ড না করেছে’বলা বান্ধবীর সামনে চিল্লায়ে বলতে পারবেন, ‘দোস্ত প্ল্যান কর, আমি যাচ্ছি।’

 

২#

আপনার জামা থেকে শুরু করে ওড়না পর্যন্ত সব ঠিক আছে কিনা এটা চেক করার জন্য একটা আয়না হলেই চলবে। বয়ফ্রেন্ডকে ভিডিও কল দিয়ে নিজের ওড়না ফিক্স করা লাগবে না।  

 

৩#

রাস্তায়, বাসে কিংবা বান্ধবীর বিয়েতে কোনো ছেলের সাথে কথা হলে, নির্দ্বিধায় তার সাথে বন্ধুত্ব করতে পারবেন। তাকে নিয়ে চা, কফি খেতে যাওয়ার প্ল্যান বানাতে পারবেন। বয়ফ্রেন্ডের থেকে কোনো প্রকার অ্যাপ্রুভালের প্রয়োজন হবে না।

 

৪#

আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টে এলাকার বড় ভাই, ভার্সিটির জুনিয়র, এমনকি আপনার ফাকবয় কাজিনও থাকতে পারবে। আপনি দিনরাত এক করে তাদের সাথে কথা বলতে পারবেন। কোনো প্রকার লুকোচুরি, জবাবদিহিতা ছাড়াই।  

 

৫#

আপনি চিকন হয়ে যাচ্ছেন, মোটা হয়ে যাচ্ছেন এরকম কোনো চিন্তা করার সুযোগ থাকবে না আপনার জীবনে। আপনি ইচ্ছা হলেই একটা আস্ত খাসি খেয়ে ফেলতে পারবেন। ভালো না লাগলেই ৩ দিন না খেয়ে কাটিয়ে দিতে পারবেন।  

 

৬#

কলেজে যাওয়ার ভাড়া, টিফিনের টাকা, এসব জমিয়ে কারোর জন্য গিফট কিনতে হবে না। আপনি আপনার খুশিমতো নিজের টাকা খরচ করতে পারবেন, নতুন নতুন মেকআপ আইটেম কিনতে পারবেন।

 

৭#

আপনার ফেসবুক স্ট্যাটাস থাকবে চির সিঙ্গেল। এতে প্রতিদিন ১/২ জন করে নতুন নতুন ছেলেরা আপনাকে অ্যাড পাঠাবে, হাই-হ্যালো মেসেজ করবে। আপনিও তাদের সাথে বিনা বাধায় কথা বলে যেতে পারবেন।

 

৮#

মুখে ইমোজি, ফুল, ফল না দিয়েই আপনি আপনার সুন্দর সুন্দর ছবি ফেসবুক ওয়ালে আপলোড করতে পারবেন। ছবি আপলোডের আগে কোনো প্রকার পারমিশনের তো প্রশ্নই আসে না।

 

৯#

গভীর রাতে বাপনাকে কেউ ফোন করে বলবে না, ‘তুমি আমাকে না বলে ঘুমালে কেন?’ তারপর এক ঘণ্টা ঝগড়া করে আপনাকে রাত জেগে কান্নাকাটিও করতে হবে না। আপনি আরামসে কোরিয়ান ড্রামা দেখে ঘুমাতে পারবেন।  

 

১০#

পরীক্ষার আগের দিন কেউ আপনার সাথে তুমুল ঝগড়া করে, কিংবা চিট করে আপনার মুড বিগড়ে দেবে না। যার ফলে আপনার পরীক্ষার প্রস্তুতি থাকবে শতভাগ আর রেজাল্টও হবে খুবই ভালো।

৮২০ পঠিত ... ১৬:১৩, নভেম্বর ০৭, ২০২২

Top