Shark tank এর আদলে Whale tank নামে নতুন শো শুরু করতে চান বেনজীর

৫৬ পঠিত ... ১৬:৪৭, জুলাই ০১, ২০২৪

23

সম্প্রতি খবরে এসেছে, দেশের জনপ্রিয় অ্যাগ্রো ফার্ম সাদেক অ্যাগ্রোতে নাকি বিনিয়োগ ছিল পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের। এছাড়াও আরও অনেক জায়গাতেও বিনিয়োগের খবর ইতিমধ্যেই আমরা জেনেছি। বিনিয়োগবান্ধব এই মানুষটির সামনের দিনগুলোতে দেশের অর্থনৈতিক খাতে আরও বড় বিনিয়োগের পরিকল্পনা আছে কিনা, জানতে আমরা যোগাযোগ করেছিলাম তার ভুয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। সেখানে তিনি আমাদের বলেন, সরাসরি বিনিয়োগ নয় বরং Shark tank এর আদলে নতুন শো Whale tank শুরু করার পরিকল্পনা আছে আমার। এবং সেখানে আসা নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ করতে চাই আমি।   

শো-এর নাম Whale tank রাখার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, এই শোতে একটু ভিন্ন ঘরানার উদ্যোক্তাদের সুযোগ দেওয়া হবে। সাধারণ স্টার্টআপ নয় বরং টাকা পাচার, জমি দখল কিংবা চাঁদাবাজির মতো অভিনব স্টার্টআপ আইডিয়া নিয়ে আসা উদ্যোক্তাদের প্রাধান্য দেওয়া হবে এখানে। ছাত্রলীগ কিংবা পুলিশের সদস্যদের জন্য থাকবে বিশেষ wild card entry system। আমাদের লক্ষ্য থাকবে, টাকার হাঙর কিংবা কুমির নয় টাকার তিমি মাছ গড়ে তোলা। দেশের অর্থনীতি খাতে এই এক শো দিয়ে হাজার কোটি টাকার বিনিয়োগ করা সম্ভব হবে বলেও জানান তিনি। বিচারক হিসেবে কারা থাকবে জানতে চাইলে তিনি নিজের পাশাপাশি ডিআইজি শিমুল, পিকে হালদারকে রাখতে চান।  

 

৫৬ পঠিত ... ১৬:৪৭, জুলাই ০১, ২০২৪

Top