উত্তর ঢাকায় কমে গেছে এসির বেচাকেনা; বলছে সমীক্ষা

৯৫ পঠিত ... ১৭:২৪, মে ০৬, ২০২৩

উত্তর-ঢাকায়

সম্প্রতি এই তীব্র গরমে পুরো দেশজুড়ে বেড়েছিল এসির বেচাকেনা। নিত্য প্রয়োজনীয় জিনিসের মতোই মানুষ কিনছিল এসি। এমনকি অনেকে কিডনি বিক্রি করেও এসি ক্রয়ের এই পথে নেমেছিলেন। কিন্তু গতকাল মধ্যরাত থেকেই হঠাৎ করে উত্তর ঢাকায় কমে গেছে এসির বেচাকেনা। এমন রহস্যজনক ঘটনা ঘটার কারণ কী তা আমরাও টের পাচ্ছিলাম না!

 

পরবর্তীতে এক গোপন সূত্রের মাধ্যমে জানতে পারলাম, উত্তর ঢাকায় নিয়োগ দেয়া হয়েছে গরমের বিকল্প! গরমের বিকল্প কী হতে পারে জানতে গিয়ে জানা গেল, উত্তর ঢাকায় নিয়োগ দেয়া হয়েছে, চিফ হিট অফিসার! যিনি নিজের রুপের আগুন থুক্কু নিজের অঞ্চলের গরম কমানোর দায়িত্ব নিয়েছেন।

সমীক্ষা বলছে এই চিফ হিট অফিসারের উপর ভরসা করেই মানুষজন এসি কেনা বন্ধ করে দিয়েছেন। এমনকি অনেকেই আগের কেনা এসি বিক্রিও করতে চাচ্ছেন! এদিকে মাথা নষ্ট সব এসি ব্যবসায়ীদের। ব্যবসায় লালবাত্তি দেখছেন তারা! জানা যায়, এরকম চলতে থাকলে উত্তর ঢাকা ছেড়ে দেয়ারও সম্ভাবনা আছে।  

৯৫ পঠিত ... ১৭:২৪, মে ০৬, ২০২৩

Top