কাঙ্ক্ষিত ছবিটি তুলতে আপনি নিশ্চয়ই এতটা মরিয়া নন!

১১৫৪ পঠিত ... ২২:৫৬, জানুয়ারি ২৬, ২০১৮

কথিত আছে যে, বাংলাদেশে কাক ও কবির অভাব নেই। বর্তমানে সময়ের স্রোতে ভেসে উঠেছে নতুন এক বিচিত্র প্রজাতি, যাদের আমরা চিনি উঠতি ফটোগ্রাফার হিসেবে। সকল নব্য ফটোগ্রাফারদের ন্যায় তারাও খুব দ্রুতই খ্যাতি লাভের চেষ্টায় তিলকে তাল করে ফেলেন। ধরুন আকাশের গায়ে মেঘের ছিটেফোঁটাও নেই। কিন্তু হোমপেজে মাত্র পোস্ট হওয়া কোনো ছবিতে যদি আপনার বাসার ওপর বরাবর আকাশের মেঘ থমথম করতে দেখতে পান, মোটেও বিস্মিত হবেন না।

ট্রেনের জানালায় একটি 'পারফেক্ট' ছবি তোলার জন্য এমনই ডেস্পারেট প্রায় এক হালি ফটোগ্রাফারদের খুঁজে পান এ এম আহাদ। বাংলাদেশি এই ফটোসাংবাদিক গত কয়েকদিন আগে তার ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে কয়েকজন ফটোগ্রাফারকে (!) দেখা যাচ্ছে একটি বাচ্চা ছেলের ছবি তুলতে। ছেলেটা মোনাজাতের ভঙ্গিতে ট্রেনের জানালা থেকে তার শরীরের প্রায় অর্ধেকটাই বের করে দিয়েছে। না! ভয় পাবেন না! ট্রেনটা চলন্ত অবস্থায় ছিল না। এই সকল প্রফেশনাল ফটোগ্রাফারদের অনুরোধেই ছেলেটি আসলে এ রকম জিরাফের মতন জানালার বাইরে গলা বাড়িয়ে রেখেছিল। তারা হয়ত সেদিন পার পেয়েই যেতেন যদি না ‘অ্যাবসার্ড ফটোস’ এর সহ-প্রতিষ্ঠাতা আহাদ সে সময় সেখানে উপস্থিত থাকতেন। ঘি সোজা আঙুলে না উঠলে আঙুল তো বাঁকাতেই হয় বটে, তবে উনারা বোধহয় তা বাকিয়ে ফেলেছেন একটু বেশিই!

 

১১৫৪ পঠিত ... ২২:৫৬, জানুয়ারি ২৬, ২০১৮

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top