বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর আজ দ্বিতীয় ম্যাচে শক্তিশালী স্পেনের বিরুদ্ধে মাঠে নামছে জার্মানি। দূর্দান্ত ফর্মের স্পেনের ম্যাচটি হেরে যাওয়ার সম্ভাবনা আছে বলেও ধারণা করছেন অনেক সিজন্যাল ফ্যান। হারা থেকে বাঁচতে এবার বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের কাজে দোয়া চেয়েছেন জার্মান ফ্যান ক্লাব বাংলাদেশের সমর্থকরা।
মেক্সিকোর সাথে আর্জেন্টিনার জয়ের পেছনে ব্রাজিল ফ্যানদের দোয়ার বিশেষ অবদান ছিলো বলে উল্লেখ করে জার্মান সমর্থক বিপ্র বলেন, ‘আমি ব্রাজিল সমর্থক হলেও চাই আজ আর্জেন্টিনা জিতুক। ব্রাজিল সমর্থকদের এমন দোয়ার কারণেই আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচ জিততে পেরেছে। আমরাও আমাদের সকল প্রস্তুতি সেরে রেখেছি, এখন শুধু ব্রাজিল সমর্থক ভাই-বোনেরা একটু দোয়া করে দিলেই বাকিটা হয়ে যায়।‘
দোয়ার জন্য হাদিয়া স্বরূপ সবাইকে সেভেন আপ খাওয়ানোর আশ্বাসও দিয়েছেন এক ব্রাজিল সমর্থক।
এদিকে জার্মানির জন্য দোয়া করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রাজিলের বেশ কয়েকটি সমর্থক গোষ্ঠী। কেন দোয়া করতে চান না? আমাদের এমন প্রশ্ন এক ব্রাজিল সমর্থক বলেন, ‘একবার দোয়া করে ধরা খেয়েছি, আবার ধরা খেতে চাই না।‘
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন