ভার্সিটির শিক্ষক যখন 'তাহেরী' ইফেক্টে আক্রান্ত হলেন

২৫৮১ পঠিত ... ১৯:৩৭, আগস্ট ২৭, ২০১৯

কাবুল স্যারের সবসময় মন খারাপ থাকতো। ভার্সিটিতে শিক্ষার্থীরা তার ক্লাস করতে চায় না। যারা থাকে তারাও ক্লাসে এটেন্ডেন্সের জন্য বরাদ্দ নাম্বারের জন্য বাধ্য হয়ে থাকে। তিনি এর-ওর মাধ্যমে জেনেছেন, তার ক্লাস মারাত্মক বোরিং বলে মনে করে স্টুডেন্টরা। এমনকি ভার্সিটি ক্যাম্পাসে এমন কথাও চালু আছে কাবুল স্যার এতো বোরিং যে স্টুডেন্টদের ধারণা তার মৃত্যুর পর কবরস্থানও নাকি হাই তুলবে।        

তো, কাবুল স্যার একদিন ভিন্ন ধরণের কিছু করার কথা ভাবলেন। পরদিন ক্লাসে গিয়ে দেখলেন অন্যদিনের মতোই হাতে গোনা কয়েকজন স্টুডেন্ট উপস্থিত। এসির ঠান্ডা আবহাওয়ায় তারা ঝিমাচ্ছে।

কাবুল স্যার শুরু করলেন, ‘পরিবেশটা শান্ত না?’ কোনো হৈচৈ আছে?' বলে। স্টুডেন্টরা সব গাঝাড়া দিয়ে চোখ ডলে মেরুদণ্ড সোজা করলো। তাদের বিশ্বাস হচ্ছে না আজ তাদের সামনে কি আসলে কাবুল স্যার?

কাবুল স্যার এরপর বললেন, ‘এই যে সবাই এখন মনোযোগী হইছেন ক্লাসে, তো কষ্ট হইছে আমনেরার? মোটামুটি শরীলে একটা ভাব আইসে না?’   

ক্লাসসুদ্ধ চিৎকার উঠলো ইয়েস স্যার!  সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো।

পেছনে বসেছিলো এক স্টুডেন্ট। এমনিতে সে পেছনে বসে ফেসবুকিং করে। আজ সেও মনোযোগী শ্রোতা। সে বললো, স্যার, আরেকটু জোরে বলেন। পেছন থেকে সবকথা স্পষ্ট শোনা যায় না। বোঝাও যায় না।

কাবুল স্যার বললেন, ‘চিল্লায়া মার্কেট ফাওন যাইবো? বুঝলে বুঝ পাতা না বুঝলে....’। তৎক্ষণাৎ স্টুডেন্টরা চিল্লায়ে উঠলো,’ তেজপাতা!’। এভাবে ক্লাস নিচ্ছিলেন স্যার।

এক পর্যায়ে একজন স্টুডেন্ট খুশিতে বলেই ফেললো, ‘স্যার। আপনার আজকের ক্লাস খুব হয়েছে।‘ মৃদু হাসি দিয়ে প্রশংসা গ্রহণ করে বললেন, ‘ফাম দিস না, ফাম দিস না, তরার ফোলাফানগো লাইগা আমি শ্যাষ!’

 

ক্লাসের শেষের দিকে পিওন কাবুল স্যারের জন্য চা দিয়ে গেলো। চায়ের কাপ তুলে স্টুডেন্টদের দিকে তাকিয়ে বললো, চা খাই একটু? চা খাবেন? ঢেলে দেই?’

সেদিন থেকে কাবুল স্যার ভার্সিটিতে পুরাই হিট। তার ক্লাস করতে এমনকি অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরাও আসে। উপচে পড়া ভিড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়েও ক্লাস করে অনেক স্টুডেন্ট। তিনটা নামী প্রাইভেট ভার্সিটি থেকে তাকে পার্টটাইম পড়ানোর অফার পেয়েছেন।     

কিন্তু কাবুল স্যার অকৃতজ্ঞ নন।  তিনি জানেন তার এই হু হু করে উন্নতির মূলে কে। কাবুল স্যার প্রতিদিন রাতে বাসায় ফিরে ইউটিউবে ঢুকেন। ইউটিউবে তাহেরী হুজুরের ওয়াজের কোনো ভিডিও দেখলেই থাম্বস আপ দিয়ে আসেন।   

২৫৮১ পঠিত ... ১৯:৩৭, আগস্ট ২৭, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top