সেমিওন আলতভের রম্যগল্প 'ইগল'

৫১৬ পঠিত ... ১৭:১০, জুলাই ১১, ২০১৯

 

অন্য পাখির বাসায় নিজের ডিম পেড়ে আসা কোকিলের পক্ষে কোনো ব্যাপারই নয়, সে তো সবারই জানা।

তো একদিন এক কোকিল ডিম পাড়ল চড়ুই পাখির বাসায়।

সন্ধ্যাবেলা বাসায় ফিরে পুরুষ চড়ুই দেখে, সব ডিমই সাধারণ ডিমের মতো, শুধু একটা ডিম বেখাপ্পা রকমের অতিকায়। ঠিক ইগলের ডিম যেন!

‘ওগো, এদিকে এসো তো,’ বলল। ‘এর মানে কী? ঘটনাটা তাহলে সত্যি?’

‘কোন ঘটনা সত্যি?’ জানতে চাইল স্ত্রী চড়ুই।

‘ওই যে, তোমাকে নাকি ইগলের সঙ্গে দেখা গেছে? নইলে বাসায় ইগলের ডিম এল কোত্থেকে?’

‘ঈশ্বরের কসম!’ স্ত্রী চড়ুই বলল চিৎকার করে। ‘আমি শুধু ইগল কেন, হাতির দিকেও নজর দিই না। তুমি কীভাবে এমন ভাবতে পারলে!’ বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলল সে।

পুরুষ চড়ুইটা আরও খানিকক্ষণ রাগারাগি করল, গজগজ করল, তারপর ভাবল: ‘কে জানে, হয়তো ও সত্যি কথাই বলছে। ডিমটা আমার থেকেও তো হতে পারে! অসম্ভব তো নয়। আর বাচ্চাটা বড় হলে তার উচ্চতা, চোখ ও চঞ্চু হবে ইগলের মতো। সবাই বলবে, ‘চড়ুইটা কী দারুণ, দেখেছ! ঠিক যেন “ইগল!”’

৫১৬ পঠিত ... ১৭:১০, জুলাই ১১, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top