নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হাসির গল্প 'নীতিতত্ত্ব'

১৪২৩ পঠিত ... ১৮:৩২, এপ্রিল ১৮, ২০১৯
 
প্রবীণ অধ্যাপক ভ্রুকুটি করে বললেন, দেখেছেন?
বললুম, দেখেছি। 
বারো তেরো বছরের ছেলে সিগারেট খাচ্ছে। পয়সা পায় কোথায়? 
আমি বললুম, বাপের পকেট থেকে  পয়সা মারে। স্কুলের বই বিক্রি করে দেয়। 
 
দেশজোড়া দুর্নীতি। -অধ্যাপকের ভ্রু আরো কুটিল হয়ে উঠল- তার মধ্যে এরা এইভাবে বড় হচ্ছে। দেশের ভবিষ্যত সম্বন্ধে কী দেখতে পাচ্ছেন? 
বললুম, ঘনীভূত অন্ধকার। 
 
হ্যাঁ, মৃত্যুর অন্ধকার। -প্রবীণ অধ্যাপকের স্বরে, দার্শনিকতা ঘনিয়ে এলো- একটা জাত যখন ডোবে মশাই, এমনি হয়েই ডোবে। অথচ আমাদের ছাত্রজীবনের কথাই মনে করুন। বিবেকানন্দের আদর্শে আমরা বড় হয়েছি। ছেলেবেলা থেকেই জেনেছি- অন্যায় করবো না, অন্যায় সইবো না। অথচ আজ -কথা বলতে পারলেন না- দীর্ঘশ্বাস পড়লো। 
 
আমি ওঁর সঙ্গে একমত হলুম। আমারও চুল পেকেছে এবং যতই বয়স বাড়ছে, তুলনা করে দেখছি -একালটা কিছুই নয়, আমরাই স্বর্ণযুগে বাস করতুম। আমাদের নিষ্ঠা ছিল, চরিত্র ছিল, গুরুজনদের ওপর শ্রদ্ধাভক্তি ছিল। এ যুগটা দুর্বিনীত, দুর্নীতিপরায়ণ।
 
একটা এলিমেন্টারি অনেস্টি বলে কিছু নেই। -প্রবীণ অধ্যাপক বললেন, সব জায়গায় নেপোটিজম-ধরপাকড়। ক্লীনলিনেস কোথাও পাবেন না। আমাদের চরিত্র এতো নেমে গেছে যে - 
 
দু তিনটি কাহিনী বললেন। একটা রেল স্টেশনের, একটা সরকারি অফিসের, আর একটা কোনো বিখ্যাত জননেতার। শুনে মরমে মরমে মরে গেলুম। ছি-ছি কি কান্ড হচ্ছে শেষে? আছি কোথায় আমরা? 
দুজনেই পরস্পরকে  বললুম, আর বলবেন না - আর বলবেন না। 
 
বলবার সময়ও বিশেষ ছিল না। কারণ আমরা দুজনেই বাক্যালাপ করছিলুম কলেজ স্কোয়ারের সামনে দাঁড়িয়ে। এর মধ্যে আকাশে ঘনঘটা দেখা দিয়েছে -জোরালো বৃষ্টি আসন্ন হয়ে এসেছে -পূর্ব থেকে বইতে আরম্ভ করেছে ঠান্ডা হাওয়া। 
 
উনি বললেন, যাই বৃষ্টি আসছে। বলে এক পা এগিয়েই বললেন, ভালো কথা- আপনি তো এবার ফোর্থ পেপারটা দেখছেন?
 
বললুম, আপনার কেউ আছে নাকি?

বললেন, আমার স্টুডেন্ট- মানে প্রাইভেট পড়াই। আপনার পেপারটা একটু খারাপ করেছে বলছিলো- 
তাতে কী হয়েছে? দিন রোল নাম্বার। 

দিলেন। কিন্তু এবার আমারও একটা কথা মনে পড়েছে।  

-দেখুন, রি-একজামিনের খাতাগুলো পেয়েছেন?
-পেয়েছি। 
-আমার ভাইপোর রোল মনে আছে তো?- চার নাম্বর শর্ট- 
বিলক্ষণ৷ মনে আছে বইকি? দেব নম্বর আষ্টেক বাড়িয়ে। যা দিনকাল পড়েছে মশাই, মিউচুয়াল কোঅপারেশন না হলে চলে? এই দুর্নীতির ভেতর-  

দুর্নীতির আলোচনাটা আর শেষ হলো না। বৃষ্টি নামলো ঝমঝমিয়ে আমরা দুজনে দুদিকে ছুটতে আরম্ভ করলুম।
১৪২৩ পঠিত ... ১৮:৩২, এপ্রিল ১৮, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top