পুরোনো সেই রাখাল বালকের গল্পের শেষটা যদি এমন হতো

৩৭৩১ পঠিত ... ১৫:৩৭, ডিসেম্বর ০৫, ২০১৮

দিন-১
রাখাল জঙ্গলে। মনে হলো একটু মজাক করা যাক। চেঁচাল--বাঘ বাঘ বাঘ...
গ্রামের মানুষজন ছুটে এল। তাদের দেখে হো হো হাসল রাখাল। গ্রামবাসীরা হলো অপদস্থ।

দিন-২
রাখাল জঙ্গলে। মনে হলো একটু মজাক করা যাক। চেঁচাল--বাঘ বাঘ বাঘ...
গ্রামের মানুষজন ছুটে এল। তাদের দেখে হো হো হাসল রাখাল। গ্রামবাসীরা হলো অপদস্থ।

দিন-৩
রাখাল জঙ্গলে। মনে হলো একটু মজাক করা যাক। চেঁচাল--বাঘ বাঘ বাঘ...
গ্রামের মানুষজন ছুটে এল। তাদের দেখে হো হো হাসল রাখাল। গ্রামবাসীরা হলো অপদস্থ।

দিন-৪
রাখাল জঙ্গলে। মনে হলো একটু মজাক করা যাক। চেঁচাল--বাঘ বাঘ বাঘ...
গ্রামের মানুষজন ছুটে এল। তাদের দেখে হো হো হাসল রাখাল। গ্রামবাসীরা হলো অপদস্থ।

দিন-৫
রাখাল জঙ্গলে। আজ সে উঠেছে তালগাছে। ওপর থেকে দেখল একটা বাঘ আসছে। রাখাল চেঁচাল--বাঘ বাঘ বাঘ...
গ্রামের মানুষজন ভাবল আজও রাখাল মজাক করছে। তারা কেউ বের হলো না ঘর থেকে। বাঘ ঘরে ঘরে গিয়ে মানুষ খেল। রাখালের কিছু হলো না। রাখাল ছিল তালগাছে।

অলংকরণ: রেহনুমা প্রসূন

শিক্ষা-১
ওপর তলায় থাকলে মিথ্যাবাদী হন আর সত্যবাদি, আপনার কিছু হবে না।

শিক্ষা-২
মিথ্যামিথ্যি বিপদের কথা শুনলেও তার খোঁজ নিতে হবে নইলে গ্রামশুদ্ধ মারা পড়বেন।

৩৭৩১ পঠিত ... ১৫:৩৭, ডিসেম্বর ০৫, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top