ঢাকা ও চট্টগ্রামে বসবাস করতে হলে আপনাকে নানান ধরনের মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। একটা থেকে বেঁচে গেলে আরেকটা সামনে অপেক্ষা করবে আপনাকে আলিঙ্গন করার জন্য। এরপর যদি বেঁচে থাকেন হয়তো আপনার স্বাভাবিক মৃত্যু হবে, কিন্তু সেখানে হয়তো কোনো না কোনোভাবে লেগে থাকবে শহরের ছাপ। বেছে নিন কীভাবে মরতে চান?
১# ডেঙ্গুতে মৃত্যু
দুই শহরেই এখন সবচেয়ে জনপ্রিয় মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু। মানুষ দলে দলে উল্লাসে এই মৃত্যুর দিকে চলে যাচ্ছে।
২# গার্ডার পড়ে মৃত্যু
পরিবারের সবাই মিলে মরতে চাইলে আপনাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে গার্ডারের নিচে চাপা পড়ে মৃত্যুর জন্য।
৩# উন্নয়ন কর্মকাণ্ডের রড পড়ে মৃত্যু
এই মৃত্যুকে বলা যায় এপোড় ওপোড় মৃত্যু। সিনেম্যাটিক স্টাইলে এক পাশ দিয়ে রড প্রবেশ করে আরেকপাশ দিয়ে বের হয়ে মানুষ এই মৃত্যুর দিকে ধাবিত হয়। এই মৃত্যুকে আলিঙ্গন করতে চাইলে উন্নয়ন কর্মকাণ্ড চলাকালীন সেখানকার আশেপাশে গিয়ে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে।
৪# খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু
চট্টগ্রামে এই মৃত্যু ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে শিশুদের কাছে এই মৃত্যুকে জনপ্রিয় করে তুলেছেন সেখানকার মেয়র।
৫# বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে মৃত্যু
ঢাকার হাল ফ্যাশনের মৃত্যু বলা যায় একে। চট্টগ্রামেও এই মৃত্যুর জনপ্রিয়তা আছে।
৬# রোড এক্সিডেন্টে মৃত্যু
শুধু ঢাকা আর চট্টগ্রাম নয়। এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারবে দেশের যেকোনো অঞ্চলের মানুষ।
৭# সহমত ভাইদের হাতে মৃত্যু
বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মাঝে এই মৃত্যুর ভালো চাহিদা আছে। এছাড়াও নানান শ্রেণীর মানুষের মাঝে এই মৃত্যুর জনপ্রিয়তা আছে।
৮# নির্মাণাধীন বিল্ডিং থেকে মাথায় ইট পড়ে মৃত্যু
এটাও এক ধরনের উন্নয়নজনিত মৃত্যু। এই মৃত্যুর জন্য আপনাকে কোনো নির্মাণাধীন বিল্ডিঙের পাশে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন