এডিসি হারুনের প্রত্যাহার, আইনের নতুন গতির যুগে বাংলাদেশ

৬০৫ পঠিত ... ১৭:০০, সেপ্টেম্বর ১১, ২০২৩

Dorin-chow

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। এডিসি পদমর্যাদার পুলিশ কর্মকর্তা হারুন দুজন সাধারণ জনগণকে থানায় ধরে নিয়ে মারধোর করে। মারধরের শিকার দুজন সরকারি দলের একটি সংগঠনের সাথে যুক্ত। শনিবার রাত শেষে রবিবার সকালে সূর্য সবেমাত্র উঠেছে, সাথে সাথে এডিসি হারুনকে প্রত্যাহারের ঘোষণা আসে। সংশ্লিষ্টরা এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার কথাও জানিয়েছেন। দিয়েছেন দোষী সাব্যস্ত হলে শাস্তি দেয়ার আশ্বাসও।

পুরো ঘটনাটি ঘটেছে শুধুমাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে।

আমি আজ লিখতে বসেছি ডিজিটাল বাংলাদেশের নতুন এক গতির গল্প। এই গতির নাম আইনের গতি। সারাবিশ্ব যে গতি দেখেছে বাংলাদেশে, ২০২৩ সালে ১০ আগস্ট।

এই তো কিছুদিন আগের কথা। ইউরোপ-আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর তথাকথিত অনেক উন্নত দেশ, সেইসব দেশের মানুষেরা, তথাকথিত কিছু বিশ্বনেতা, বাংলাদেশের আইনের শাসন নিয়ে, আইনের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন। মুখরোচক নানা কথা, রসিকতা শোনা যেত কান পাতলেই। আমি তাদের বলতে চাই, দেখুন বাংলাদেশের আইনের গতি। এই গতি এত তীব্র যে, এত দ্রুত যে, আপনি চোখে দেখার সুযোগটুকুও পাবেন না।  

এডিসি হারুনকে আলোর গতিতে প্রত্যাহার কী বার্তা দেয়? আটলান্টিকের ওপারে বসে থাকা সাহেবরা ও এপারে বসে থাকা মানবতার ঝাণ্ডাধারীরা এই বার্তার কথা ভুলে যাবেন না। দেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে মুখে ফেনা তোলার আগে এই দিনের কথাটি মনে রাখবেন। 

মনে রাখবেন, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নিজ দলের সাবেক নেতা হওয়া সত্ত্বেও ছাড় পায়নি হারুন। আইনের শাসন ও মানবাধিকার প্রশ্নে আপসহীন এই সরকার কাউকে ছাড় দেয় না। সেটা নিজের দলের কর্মী হলেও।

আমি ডরিন চৌধুরী, নেদারল্যান্ডের একটা ইউনিভার্সিটিতে পড়াই। ইউনিভার্সিটিতে পড়ানোর সুবিধার্থে পৃথিবীর নানান দেশ ঘোরার সুযোগ আমার হয়েছে। কোথাও আমি এমন দ্রুত গতির আইন দেখিনি। ইউরোপের মতো দেশেও এমন ঘটনায় কমপক্ষে ১৫ দিনের আগে কোনো ব্যবস্থা নেয়া হয় না।

সাগর-রুনি হত্যা মামলা, গুম, বিচারবহির্ভূত হত্যা, ক্ষমতার অপব্যবহারসহ আরও নানান ইস্যু নিয়ে একটা মহল সরকারের এই অর্জনকে ছোট করার চেষ্টা করবে। আমি তাদের বাধা দেব না। শুধু তাদের মনে রাখলেই হবে, আমাদের আইনের এই গতি একদিন আপনাদের সকল অপপ্রচারকে উড়িয়ে নিয়ে যাবে।

৬০৫ পঠিত ... ১৭:০০, সেপ্টেম্বর ১১, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top