মেট্রোরেলে প্রথমবার ওঠার আগে যে প্রস্তুতিগুলো আপনার নেওয়া উচিত

২৮০ পঠিত ... ১৭:২২, ডিসেম্বর ২৯, ২০২২

মেট্রোরেলে-প্রথমবার-ওঠার-আগে-যে-প্রস্তুতিগুলো-আপনার-নেওয়া-উচিত

চালু হয়েছে স্বপ্নের মেট্রোরেল। সবকিছু শুরু করার আগে যেমন প্রস্তুতি দরকার, তেমনই মেট্রোরেলে চড়ার আগেও দরকার বেশকিছু প্রস্তুতি। আজ জেনে নিন সেগুলো সম্পর্কে।

 

১। গায়ে তেল মেখে নিন। যত ভিড়ই থাকুক ভেতরে, সুড়ুৎ করে ঢুকে যেতে পারেন।

 

২। মেট্রোরেলের সেলফির সাথে ফেসবুকে কী ক্যাপশন দেবেন, সেগুলো আগে ঠিক করে রাখুন।

 

৩। মেট্রোরেলে ওঠার আগে ভালো করে ঘুমিয়ে নিন। এখানে বাসের মতো ঘণ্টাখানেক ঘুমানোর সুযোগ কোথায়?

 

৪। বাসা থেকে ভালোমতো হাল্কা হয়ে আসুন। মেট্রোরেলে কিন্তু বাথরুম নেই!

 

৫। মেট্রোরেলে দাঁড়িয়ে হাতে হাত রাখার গেম খেলার জন্য একটা প্রেমিক/প্রেমিকা খুঁজে নিন।

 

৬। মেট্রোরেলে উঠবেন, এই অর্জন ঘোষণা করবেন না? সবাইকে জানানোর জন্য সোশ্যাল মিডিয়ায় একটি লাইফ ইভেন্ট মার্ক করে উঠুন।

 

৭। মেট্রো স্টেশনে আগের রাতে গিয়ে ক্যাম্পিং করুন। তাহলে টিকেট কেনার লাইনে আগে থাকতে পারবেন, পাশাপাশি ক্যাম্পিং তো হলোই।

২৮০ পঠিত ... ১৭:২২, ডিসেম্বর ২৯, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top