চেনেন নাকি সামনে বসা এই কীর্তিমানদের?

১০৮৮ পঠিত ... ১৮:০২, সেপ্টেম্বর ২২, ২০২২

Kirtiman

সাফ চ্যাম্পিয়ন হয়েছে মেয়েরা। শুধু ফুটবলই না, দেশের পুরো ক্রীড়া জগতের অন্যতম বড় অর্জন এটি। কিন্তু এমন এই অর্জনের পেছনের মানুষগুলোকে আমরা কয়জন চিনি? চেনার চেষ্টা করেছি কোনদিন? যাদের অক্লান্ত পরিশ্রম আর ঘাম ভেজা আজকের এই সাফ ট্রফি! এই ট্রফি কি এমনি এমনি নাচতে আমাদের হাতে চলে এসেছে? না। আসেনি। এই ট্রফিকে আমাদের করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন চলুন, তাদের দেখে আসি।

এই ছবিটিতে লক্ষ্য করুন। কালো শার্ট পরা যে মানুষটি। উনি কাজী সালাউদ্দিন। এবারের সাফ চ্যাম্পিয়নশিপে উনি করেছেন ৭ গোল। দুই ম্যাচে আছে দুর্দান্ত দু’টি হ্যাট্রিক। বিশেষ করে সেমিফাইনাল ম্যাচে মাঝমাঠ থেকে ড্রিবল করে ৮ জনকে কাটিয়ে করা গোলটি তো চোখে লেগে থাকার মতো!  

লাইট গ্রিন কালারের পাঞ্জাবি পরা উনি ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান। এবারের টুর্নামেন্টে ওনার একটা ম্যাচে হ্যাট্রিকসহ চার গোল আছে৷ উনি আবার প্রধান কোচের দায়িত্বেও ছিলেন। তার অসাধারণ কোচিং এই ট্রফিতে চুমু দিতে পেরেছি আমরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওনার ভলিটা তো এখনো চোখে লেগে আছে! 

306776768_4947254758708386_6103735469020581307_n (1)

সাদা শার্ট পরা ফুটবলারটার নাম মনে করতে পারছি না। উনি দুর্দান্ত ডিফেন্ডার। এবার টুর্নামেন্টে এক ম্যাচে অফ দ্য ম্যাচ হয়েছেন। আন্তর্জাতিক ফুটবল বিশ্লেষকরা ওনাকে তুলনা করছেন সার্জিও রামোস, পেপে, মার্সেরানো, মালদিনির সাথে।

ডিপ গ্রিন পাঞ্জাবি পরা ভদ্রলোক এবারের টুর্নামেন্টে বাংলাদেশ দলের গোলকিপার ছিলেন৷ ৪ ম্যাচ ক্লিন শিট। বিপক্ষ দলের স্ট্রাইকারদের কাছে গ্রেটওয়াল ছিলেন এই লোক। ছিলেন চ্যাম্পিয়ন দলের অধিনায়কও।

এজন্য ওনারা সবাই চেয়ারে বসেছেন। স্যালুট আপনাদের।

আর পেছনে কষ্ট করে চিপায় দাঁড়িয়ে থাকা ওনাদের চিনি না। আপনারা চেনেন?

১০৮৮ পঠিত ... ১৮:০২, সেপ্টেম্বর ২২, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top