চাকরিজীবি

৫৩৭ পঠিত ... ১৬:১৭, জুলাই ০৬, ২০২২

Chakrijibi

এদেশে যারা জব করে তারা কি আর নিজের জন্য জব করে? গরীব বাড়িওয়ালাদের মাসে মাসে চলার জন্য টাকা দিতে হয় বলেইতো তাদের জব করতে হয়! মুদি দোকানী, তরকারীওয়ালা, মাছওয়ালাদেরও তো দু’বেলা খেয়ে পড়ে বাঁচতে টাকা লাগে! সুপারশপগুলোতে কত লোক কাজ করে, তাছাড়া মালিকপক্ষরাওতো আছেন, টাকা না পেলে চলবেন কী করে?

এদেশে যারা জব করে তারা কি আর নিজের জন্য জব করে? গরীব ব্যাংকগুলো মাস শেষে কার্ডের টাকা না পেলে চলবে কী করে? কত বড় বড় এসিওয়ালা অফিস, এগুলোর জন্যওতো টাকা লাগে! এসি গাড়িতে কত খরচ!

এদেশে যারা জব করে তারা কয়জন নিজের জন্য জব করে? সরকারকেও তো বছর বছর কিছু টাকা দিতে হয়। দেশে থাকার ফি! সাবস্ক্রিপশান ফি! তা না হলে দেশের রাস্তাঘাট, বিদ্যুৎ, পানির লাইন, গ্যাসের লাইন, পদ্মাসেতু এগুলো কী দিয়ে হবে? তাছাড়া কত সরকারী লোকজনের বছর বছর বিদেশ যাওয়ার শখ থাকে, অস্ট্রেলিয়ায় চর দেখতে, সেই চরের মানুষ দেখতে, কিংবা বিদেশী নদীতে সাঁতার শিখতে। বেগমপাড়ায় বাড়ি করার ইচ্ছাওতো থাকে কতজনের। সুইসব্যাংকে টাকা রাখার শখটাও তো দামী। এসব পূরণ করতে টাকা লাগে না?

এদেশে যারা জব করে তাদের কয়জনই বা নিজের জন্য জব করে? এই যে কিছুদিন পরপর ওরা জিনিসপত্রের দাম বাড়ায়, দাম না বাড়ালে চলবে কী করে? বাড়তি দামের জন্যও তো বাড়তি টাকা লাগে!

এদেশে যারা জব করে তারা কয়জনই বা নিজের জন্য জব করে?

৫৩৭ পঠিত ... ১৬:১৭, জুলাই ০৬, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top