'ভাই' বিষয়ক বিসিএস জ্ঞান

৫৯৬ পঠিত ... ১৬:৫১, জুন ১৪, ২০২২

Vai-bishoyok-je-gyaan

 

 

সঞ্জয় সরকার

 

 

# ভাই শব্দের উৎপত্তি সংস্কৃত ভ্রাতৃ শব্দ থেকে।

 

# ভাই হিন্দি ভাষার একটি শব্দ।

 

# ভাই একটি পুরুষবাচক শব্দ। এই পুরুষবাচক শব্দের দুটো স্ত্রীবাচক শব্দ আছে। বোন এবং ভাবী।

 

# একই মায়ের গর্ভজাত ভাইকে এক কথায় সহোদর বলা হয়।

 

# বড় ভাই থাকতে ছোটভাইয়ের বিয়েকে এক কথায় পরিবেদন বলে।

 

# একই গুরুর শিষ্য সম্পর্কে ভাইকে এক কথায় গুরুভাই বলা হয়।

 

# 'ভাই' শব্দের 'ভ' একটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি।

 

# আপনি আমাকে ভাইয়া ডাকবেন না। কাজটি ভালো দেখায় না। এখানে 'দেখায়' কর্মবাচ্যের ধাতু।

 

# 'ভাই-বোন' মিলনার্থক দ্বন্দ্ব সমাস।

 

# ভাইয়ার হৃদয়মন্দিরে আশার বীজ উপ্ত হলো। বাক্যটিতে উপমার ভুল প্রয়োগ হয়েছে।

 

# 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?' গানটির রচয়িতা আবদুল গাফফার চৌধুরী। প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে যা ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয়।

 

# জনপ্রিয় 'সাত ভাই চম্পা জাগোরে' গানটির গায়িকা লতা মঙ্গেশকর।

 

# বাংলা ভাষাভাষী জনসাধারনের নিকট প্রথম বাংলা ভাষায় পুর্নাঙ্গ পবিত্র কোরআন প্রকাশের কৃতিত্ব  দেয়া হয় ভাই গিরিশচন্দ্র সেনকে।

 

# রাইট ব্রাদার্স ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর প্রথম নিয়ন্ত্রিত, শক্তিসম্পন্ন এবং বাতাসের চাইতে ভারী সুস্থ মানুষ বহনযোগ্য উড়োজাহাজ তৈরি করেন।

 

# সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় ভাই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। বিখ্যাত ভ্রমণকাহিনী 'পালামৌ' তাঁর লেখা।

 

# ঘরের শত্রু বিভীষণ। এই বিভীষণ রাবণের ছোট ভাই।

 

# ১৯৭২ সালের ৩০ জানুয়ারি জহির রায়হান তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা শহীদুল্লা কায়সারকে খুঁজতে মিরপুরে যান এবং নিখোঁজ হন।

 

# বাংলা সাহিত্যে রোকনুজ্জামান খান দাদাভাই নামে ব্যাপক পরিচিত। 'বাক বাক্‌ কুম পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কাল কি, চড়বে সোনার পালকি' তাঁর অসামান্য শিশুতোষ ছড়া।

 

# ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকে। তিনি ১৯১৩ সালে রাজা হরিশচন্দ্র চলচ্চিত্রটি নির্মাণ করেন যা ছিল ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র।

 

# 'গ্রান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া' বলা হয় দাদাভাই নওরোজীকে।

 

# 'ও কি গাড়িয়াল ভাই', জনপ্রিয় এই গানটির সুরকার ও গীতিকার আব্বাসউদ্দীন আহমদ।

 

# 'ও ভাই' রাইড শেয়ারিং অ্যাপসের স্লোগান হলো 'পৌঁছে দেবো'।

 

হোমওয়ার্ক:

 

# BROTHER শব্দটির স্বরবর্ণ পাশাপাশি রেখে শব্দটিকে কতভাবে সাজানো যাবে? BROTHER শব্দটির আয়নায় প্রতিফলন কীরূপ?

 

৫৯৬ পঠিত ... ১৬:৫১, জুন ১৪, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top