ঈদ যাত্রার আগে জেনে নিন বাসের টিকিটের অলিখিত শর্তাবলী

৪৯৯ পঠিত ... ১৬:৩৯, এপ্রিল ২০, ২০২২

Bus-counter (1)

শুরু হলো ঈদ যাত্রা। মানুষ ঢাকা ছাড়তে শুরু করেছে। বাসে যাতায়াত হয় বেশি। বাসের টিকিটে কিছু শর্ত লেখা থাকে। কিন্তু কিছু শর্ত আছে যা অলিখিত। ঈদ যাত্রার আগে অলিখিত শর্তগুলো জেনে নিন। ভোগান্তি কম হবে!

 

# এটি একটি ঈদ স্পেশাল বাস। তবে বাসের জানালা এবং সীটে সমস্যা থাকতে পারে। হেল্পারকে ডেকে লাভ নাই! ওই অবস্থায় আপনাকে ভ্রমণ শেষ করতে হবে।

 

# বাস ছাড়ার ১৫ মিনিট পূর্বে যাত্রীদেরকে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে। ১৫ মিনিট পূর্বে এসে আরও হাজার হাজার ১৫ মিনিট অপেক্ষা করতে হবে।

 

# বাস যত দেরিতেই আসুক না কেন, কাউন্টারের লোকের সাথে দুর্ব্যবহার কোনোভাবে কাম্য নয়। দরকার হলে মেকাপ করে আসুন। বাস ছাড়তে দেরি হলে ওই সময় বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দিন। আমাদের কাউন্টারে কাউন্টারে টিভি চ্যানেলের সাংবাদিক ভাইয়েরা থাকবে।

 

# টিকিট ছাড়া ভ্রমণ দণ্ডনীয় অপরাধ। তবে টিকিটের দাম আমরা যত ইচ্ছা বাড়াব। আপনারা সাধারণ জনগণ। কোনো টুঁ শব্দ করতে পারবেন না। দেশের খোঁজখবর রাখলে জানার কথা, আমাদের হাতে কত মন্ত্রী আছে।   

 

# গাড়ি, গাইড, চালক ও সহকারীসহ সকল অনিয়মের ব্যাপারে যে কোনো পরামর্শ আমাদের কাম্য। তবে আমরা জানি আপনারা এসব উটকো ঝামেলায় জড়াবেন না। ঈদের সিজনে একটা টিকিট পেয়েছেন, এটাই হয়তো আপনার পূর্ব প্রজন্মের কোনো পুণ্যের ফল! বেশি কিছু আশা করবেন না।

 

# বাস স্ট্যান্ডে আসতে দেরি হলে যাত্রীরা জ্যামের অজুহাত দেখাতে পারবে না। কিন্তু বাস আসতে দেরি হলে কর্তৃপক্ষ জ্যামের অজুহাত দেখাতে পারবে। মনে রাখবেন, আপনারা আমজনতা। আপনাদের টাইমের কোনো ভ্যালু নাই।

 

# কোনো যাত্রী নির্দিষ্ট তারিখে তার যাত্রা বাতিল করতে চাইলে বাস ছাড়ার ৬ ঘণ্টা আগে জানাতে হবে। উল্লেখ্য, টিকিট বাতিলের সময় কাউন্টারম্যানের কাছ থেকে ভালো ব্যবহার আশা করা বোকামি। গালাগালি করলে নীরবে হজম করে ফেলুন।  

 

# ড্রাইভার যত ইচ্ছা উল্টাপাল্টা বাস চালাবে। এক ড্রাইভার অন্য ড্রাইভারের সাথে যত ইচ্ছা প্রতিযোগিতা করবে। ঠেইলা-ঠুইলা এক বাস আরেক বাসের ভিতর হান্দাই দিতে পারবে। তাই, কলিজা বেশি বড় না হলে ঈদ যাত্রা থেকে বিরত থাকুন।     

 

# প্রত্যেক যাত্রী দশ কেজি মালামাল বহন করতে পারবেন। বক্সে মালামাল ঠিকমত রাখার জন্য ঈদের বিশেষ 'টিপস' বাধ্যতামূলক। টিপস না দিলে জিনিস থাকবে, কিন্তু জিনিসের ভেতর মাল থাকবে না।

 

# যাত্রা বিরতিতে যাত্রীদেরকে রীতিমত হুমকি দিয়ে বলা হবে নির্দিষ্ট সময়ের মধ্যে না আসলে বাস আপনাকে ছেড়ে চলে যাবে। কিন্তু নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট পরও বাসের কোন স্টাফকে খুঁজে পাবেন না।

 

# আমাদের বাসে উঠে অমুক বাসে গেলে ভালো হতো জাতীয় আজাইরা আলাপ করবেন না। এসব শুনলে আমাদের সহজ-সরল ড্রাইভারের মাথা গরম হয়ে যায়। আর মাথা গরম হলে তারা হুট করে বাস ড্রাইভার থেকে প্লেনের ড্রাইভার হয়ে যায়! আপনাকে নিয়ে উড়াল দিবে। সুতরাং, সাধু সাবধান!

 

# এসি নষ্ট হতেই পারে। এটাকে ইস্যু বানাবেন না প্লিজ। এসি হলেও তারা মানুষ!  অসুখ-বিসুখ হতেই পারে। 

৪৯৯ পঠিত ... ১৬:৩৯, এপ্রিল ২০, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top