স্বামীর সেবা করে সুমাইয়া যেমন জান্নাত পেলো

৮২৫৯ পঠিত ... ২০:৪৭, মে ২০, ২০২১

jannat-pawa

'স্বামী সেবা করলে জান্নাত পাইবা'!

বিয়ের প্রথম রাতেই রাহাত তার নতুন বউ সুমাইয়াকে বলেছিলো কথাটি। সাথে এই বিষয়ে একটি জান্নাতি হাদিসের রেফারেন্সও দিয়েছিলো।

জান্নাতের আশায় সেদিন রাত থেকেই রাহাতের সেবা শুরু করে সুমাইয়া।

নিজের পা দিয়ে রাহাতের কাঁধ ম্যাসেজ করে দেয়া। রান্না-বান্না আর কাপড় ধুয়ে দেয়ার বাইরেও হাত-পা টেপা, চুল টেনে দেয়া, আঙ্গুল টেনে দেয়া নানা রকম সেবা।

সব কিছু চামচে তুলে খাইয়ে দেয়। আমের আঁটি পর্যন্ত রাহাতকে ছুঁতে দেয় না সুমাইয়া। সুমাইয়া হাত দিয়ে আঁটি ধরে রাখে, রাহাত কামড়ে কামড়ে খায়। বিচি আলাদা করে দেয় তরমুজ থেকে। মাংস থেকে খুঁজে খুঁজে এলাচি আলাদা করে রাখে যেন রাহাতের মুখে না পড়ে।

রাহাতের একটা 'স্বামী সেবা ফান্ড' আছে। বাপের বাড়ি থেকে এনে ওই ফান্ডে টাকা রাখে সুমাইয়া। এতে নাকি জান্নাত পাওয়ার সম্ভাবনা একটু পাকাপোক্ত হয়।

একবার সুমাইয়ার প্রচুর জ্বর। সাথে ভয়ংকর মাথাব্যথা। এরমধ্যে রাত ৩ টায় রাহাত বলে, 'আসো সুমাইয়া, একটু স্বামী সেবা করো।'

এমন পরিস্থিতি প্রায়ই হয়। জান্নাত পাওয়ার আশায় দ্বিমত করে না সুমাইয়া। যত কষ্টই হোক তাকে জান্নাত পেতে হবে। একবার জান্নাত পেয়ে গেলে আর কোন কষ্ট নাই। ৭২ হুররে দিয়ে কাজ করাবে।

সেই অসুস্থ শরীর নিয়ে মাত্র একবার স্বামী সেবা করতেই অজ্ঞান হয়ে যায় সুমাইয়া। আরো একবার সেবা পাওয়ার আশা ছিলো রাহাতের। রাহাতের মন খারাপ হয়।

পরদিন সকালে রাহাতের মন খারাপ দেখে সুমাইয়া খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। তবে কি স্বামী সেবা ঠিকঠাক হচ্ছে না? সে কি জান্নাত পাবে না?

রাত ১০টার দিকে গরুর মাংসের কালো ভূনা, রুই মাছের মাথা দিয়ে থাল সাজিয়ে বসে থাকে সুমাইয়া। লোকটা সেই দুপুরে বাইরে গেছে। আজকে একদমই স্বামী সেবা পায়নি।

রাহাত ঘরে ঢুকে। সাথে একটা মেয়ে। নাম জান্নাত। সুমাইয়াকে বলে, 'তোমাকে বলেছিলাম না, স্বামী সেবা করলে জান্নাত পাইবা! এই নাও তোমার জান্নাত।'

সুমাইয়া নিজের পাওয়া জান্নাতের জন্য নিজের রুমটা সুন্দর করে সাজিয়ে দেয়। রাহাত আর সুমাইয়ার জান্নাত সেই রুমে গিয়ে শুয়ে পড়ে।

জান্নাত পাওয়ার খুশিতে বুকের ভেতর সুখের মত ব্যথা নিয়ে পাশের রুমেই শুয়ে পড়ে সুমাইয়া।

রাহাত নতুন বউ জান্নাতকে বলে, 'স্বামী সেবা কর, তোমার জন্য রয়েছে জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল মারওয়া....

৮২৫৯ পঠিত ... ২০:৪৭, মে ২০, ২০২১

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top