স্বাস্থ্যসার্কাসের রঙ্গমেলায় রোজিনার গোপনীয়তা চুরি

৮৪৮ পঠিত ... ২০:৫৮, মে ১৮, ২০২১

shastho circus-min

করোনাকালে স্বাস্থ্যখাতের পিপিই-মাস্ক-কভিড ঊনিশ পরীক্ষা-অক্সিজেন চুরির বসন্তে স্বাস্থ্য অধিদপ্তরে 'এই প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত' এমন সাইনবোর্ড ঝুলিয়েও; মহাপরিচালকের গাড়িচালকের তোষকের তল্লা থেকে শত কোটির উন্নয়ন মোহর ধরা পড়ে। মহামারীকালে মানুষের জীবনকে জিম্মি করে; এই মাংসের কারবারে উন্নয়নের ফকির দরবেশরা মাস্ক-পিপিই-অক্সিজেন- ভ্যাকসিন-জীবন-মৃত্যুর সওদাগর হয়ে পড়েন।

রঙ্গভবনের সার্কাস বয় শাহেদ আর চিয়ার লিডার সাবরিনাকে করোনার ফলস টেস্টের অভিযোগে মিডিয়া ট্রায়াল করে ধরে ট্র্যাপিজে নাচানো হয় ন্যায়বিচারের বানর ও বামনগুলোকে।

করোনাকালে হাসপাতাল না পেয়ে; অক্সিজেন না পেয়ে মানুষ মৃত্যুতে লুটিয়ে পড়লে এমনকী বাতাবি লেবু মিডিয়ায়ও বাতাবী লেবুর স্বাদে রক্তের আভাস আসে। মিডিয়া তখন স্বাস্থ্যখাতের দিকে মনোযোগ দেয়। হ্যাঁচকা টানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির মোহর ভর্তি মেট্রোরেলের বগিটিকে উন্মোচনের খবর যখন প্রতিদিন মিডিয়া জুড়ে; শুধু ডাক্তারি সামগ্রী নয়; হাসপাতালও চুরি হয়। এইসব দুর্নীতির খবরে সান্তাক্লজ এসে পড়েন করোনার বড়দিনের ভ্যাকসিনদাতা হিসেবে। সব কৃতিত্ব অবশ্য যীশুর। ব্যর্থ হলে সে দায় কাঁধে নিতে আছেন কান্না থিয়েটারের আনোয়ার হোসেনের প্রতিভূ পাপন হোসেন।

রঙ্গভবনে প্রকাশ্যে পড়া যায় না কিন্তু লুকিয়ে লুকিয়ে পড়া যায় এমন আলোর পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা প্রায় প্রতিদিনই; স্বাস্থ্য যন্ত্রণালয়ের খুচরা যন্ত্রণালয় খুলে বিক্রির ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির মেট্রোরেল বগিতে করে সেকেন্ড হোমে পাচারের খবরে করোনাচোরেরা গাই হারা বাছুরের মতো দৌড়াদৌড়ি করতে থাকে।

তখন ভোটসমনিয়ার রাতে জাদুকর হয়ে ওঠা কনস্টেবল ডেভিড মিজানফিল্ড আর কেরাণী কপারফিল্ড নেসা; জাদু প্রদর্শনী করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির মেট্রোরেল বগিতে করে সেকেন্ড হোমে পাচারের কনস্টেবল ও কেরাণী ম্যাজিক শো'তে করাত দিয়ে গলা কাটার জন্য দর্শকের সারি থেকে ডেকে নেয়া হয় রোজিনাকে। তাকে প্রথমে সচিবের রুমে নিয়ে যাওয়া হয়। সচিব না থাকায় সচিবের এপিএস-এর কক্ষে বসানো হয়। সেখানে পারসোনা থেকে মেক আপ নিয়ে ফিরে অবতীর্ণ হন জাদুকর কেরাণী। তল্লাশির কোন ক্ষমতা কেরাণীর নেই; শুধু পুলিশের আছে। তবু জাদুর প্রয়োজনে কনস্টেবল মিজান ভয় দেখাবে আর কেরাণী নেসা তল্লাশি করবে রোজিনাকে। রোজিনার মোবাইল ফোনে আছে জনবিনাশী মারণাস্ত্র। সেটা রাষ্ট্রীয় গোপন আইন ভঙ্গ করে চুরি করা দুর্নীতির তথ্য। ডিজিটাল নিরাপত্তা আইনে ১৯২৩ সালের বৃটিশ টেকাটুকা চুরি বান্ধব অফিশিয়াল সিক্রেসি এক্ট কপি পেস্ট করে রাখা আছে। সূর্যাস্ত আইনের মতো তেইশে আইন বাতিল হয়ে গেলেও ডিজিটাল নিরাপত্তা আইনে দপ্তরের দুর্নীতির নথির ছবি তোলা যাবে না। আবেদন করতে হবে তথ্য কমিশনে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে। দুর্নীতির ফাইলটি দেখিতে দিয়া বাধিত করিবেন। আমি উহা লইয়া দুর্নীতি ফাঁস করিয়া প্রতিবেদন রচনা করিবো মহাত্মন।

press freedom earki

কনস্টেবল জাদুকর শুধু ভয় দেখাতে পারে। স্বাস্থ্য সচিব কোথাও গিয়ে ভ্যানিশ হয়ে যেতে পারেন ঈদের ছুটির মৌতাতে। আর কনস্টেবল ও কেরাণী খাসকামরার কনসেনট্রেশান ক্যাম্পে রোজিনাকে পাঁচঘন্টা জিজ্ঞাসাবাদ করতে পারে; সাংবাদিকতার টুটি চেপে ধরে। পাঁচটার আগে পুলিশে দিলে জামিন হতে পারে। তাই ব্যাপারটাকে পাঁচঘন্টায় গড়িয়ে পুরস্কার প্রাপ্ত সাংবাদিককে নির্যাতন করে কেরাণী নেসা তার নিও রুলিং এলিট হয়ে ওঠার নেশা ইয়াহিয়ার ব্ল্যাক বিউটির মতো করে উদযাপন করেন। কনস্টেবল শুধু পায় পাকসেনাদের নারী নির্যাতন চেম্বারের সোঁদা গন্ধ। নাতসি ক্যাম্পের মাদকতা আচ্ছন্ন করে চারপাশ।

এই রোজিনা মুক্তিযোদ্ধার ফলস সার্টিফিকেট বানিয়ে প্রজাতন্ত্রের সর্বোচ্চ কর্মচারী সেজে থাকা মুক্তিযোদ্ধার ছদ্মবেশধারীদের 'যুদ্ধ ফেরত ক্লান্তি'র মুখোশ হ্যাঁচকা টানে খুলে দিয়েছিলো অনুসন্ধানী প্রতিবেদনে। কেরাণীদের এটা অনেক দিনের রাগ; মোহর রাণীর দেশের জাদুকর কেরাণী ও কনস্টেবল প্রমাণ করে দেয়; দুর্নীতির স্তম্ভ হচ্ছে বিরাট বলশালী ইনক্রেডিবল হাল্ক; যে চতুর্থ স্তম্ভ মিডিয়ার টুটি চেপে ধরতে পারে। পুলিশে দিতে পারে। পুলিশ রিমান্ড চাইতে পারে; আদালত রিমান্ড না দিয়ে শুধু জেলে দেয়ার ডিমান্ড পূরণ করে।

স্বাস্থ্যমন্ত্রী যিনি করোনার ভয়ে অফিস করেন না; তিনি প্রতিক্রিয়া জানাতে রাষ্ট্রের গোপনীয়তা চুরি করলে শাস্তি তো হইতেই পারে বলেন। করোনাকালে স্বাস্থ্যমন্ত্রণালয়ের ব্যবস্থাপনার ব্যর্থতার নিরেট চিত্র; টেকা চুরি-ডাকাতির ফলস বিলের খাতা; এইসব তো ওপেন সিক্রেট। বিনা হাসপাতালে বিনা অক্সিজেনে মারা যেতে যেতে প্রত্যেকটি রোগী যখন বলে, রাজা তুমি উলঙ্গ; তখন রোজিনা আর কোন গোপনীয়তা চুরি করতে পারে; এইসব চিন্তা জনমনে নাড়া দিতে দিতেই; স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির মোহরভর্তি মেট্রোরেল ওয়াগন হাওয়া হয়ে যায়।

৮৪৮ পঠিত ... ২০:৫৮, মে ১৮, ২০২১

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top