পশ্চিমবঙ্গের নির্বাচনে মোদী ও বিজেপির পরাজয়ের ১০ নেপথ্য কারণ

১২৪১ পঠিত ... ১৮:০০, মে ০২, ২০২১

এত ঢাকঢোল পিটিয়েও শেষ হাসি হাসতে পারলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে পরাজয় মেনে নিতে হলো কেন্দ্রীয় সরকারী দল বিজেপিকে। ক্ষমতায় থাকার পরেও অন্য দলের কাছে একটা রাজ্যের নির্বাচনের হেরে যাওয়া, মোদী ও বিজেপির রাজনৈতিক ক্যারিয়ারে এ যেন এক কালো অধ্যায় (কেমনে সম্ভব? ওদের দেশে কি গণতন্ত্র নাই?)। এত প্রচারণা, বাংলাদেশ সফর, নির্বাচনে মোদীর জন্য সুফল নিয়ে এলো না কোনোকিছুই। কিন্তু কেন এই পরাজয়? eআরকির রাজনৈতিক বিশ্লেষকরা খুঁজে বের করেছে মোদী ও বিজেপির ১০টি প্রধান রাজনৈতিক ভুল। উন্নত গণতান্ত্রিক দেশগুলো থেকে নিচের শিক্ষাগুলো নিলে মোদীকে এভাবে হারতে হতো না বলেই আমাদের গবেষকদের বিশ্বাস!

modi-bjp-lose-10-reason


১# মোদী কিংবা বিজেপির নেই ছাত্রলীগের মতো কোন ছাত্র সংগঠন। বিগত দশক ধরে দেশ-বিদেশের সবাই জানে, ভোটে জেতার ট্রাম্পকার্ড হলো ছাত্রলীগ। তাদেরকে সাথে না রাখলে তো লীগ, সরি, দল হারবেই, যেমনটা আমেরিকায় হেরে যান ডোনাল্ড ট্রাম্প।

২# দিনের বেলায় ভোট করে জেতার আশা করা তো 'দিবাস্বপ্ন'ই। ডে শিফটের বদলে উন্নত গণতান্ত্রিক দেশগুলোর মতো নাইট শিফটে ভোটিং করলে মোদী নিঃসন্দেহে নির্বাচন শুরুর আগেই এগিয়ে থাকতেন।

৩# পশ্চিমবঙ্গ এত বড় প্রদেশ, অথচ এখানে মৃত ভোটারদের নিয়ে কোন ভাবনাই নেই। মৃত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা গেলে এই পরাজয় খুব সহজেই এড়ানো সম্ভব ছিল।

৪# নির্বাচনী প্রচারণায় মোদীকে একটিভ মনে হলেও, নির্বাচনের আগে কিংবা নির্বাচনের সময়েও কেন্দ্র দখলে মোদী সরকারের কোন তৎপরতাই চোখে পড়েনি। দেশের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকার প্রধান হওয়ার পরেও এমন রাজনৈতিক অদক্ষতা মেনে নেয়া যায় না।

৫# নির্বাচনে জেতার পূর্বশর্ত হলো নিজ হাতে বিরোধী দল গড়ে নেয়া। অথচ বিজেপি তৃণমূল কংগ্রেসের সাথে কেবল প্রতিযোগিতাই করে গেল। অন্তত বাংলাদেশ থেকে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে খ্যাপে খেলতে নিলেও বিজেপির জয় কেউ আটকাতে পারতো না।

india election-min

৬# যথেষ্ট সংখ্যক মানসম্পন্ন নির্বাচনী গান না থাকা বিজেপিকে পিছিয়ে দিয়েছে। বাংলাদেশ থেকে 'খেলা হবে' ভাড়া নিলেও সেটা শেষ পর্যন্ত নিজেদের দখলে রাখতে পারেনি। অন্তত 'দিস ইলেকশন ভেরি ইমফরটেন্ট ইলেকশন' এর একটা হিন্দি ভার্সন করলেও জেতার স্বপ্ন দেখা যেত।

৭# বিজেপির সবচেয়ে বড় দূর্ভাগ্য, ওদের একজন নুরুল হুদা নেই। এমন নিরপেক্ষ, সৎ ও কঠোর নিয়মতান্ত্রিক ঘরানার নির্বাচন কমিশনার ছাড়া জেতা একটু কঠিনই বটে।

৮# এতদিন প্রচারণা চললো, নির্বাচন অনুষ্ঠিত হলো, অথচ দিদি এখনো বাইরে! বোঝা যাচ্ছে, মোদী কিছুদিন আগে একটি বিদেশ সফর করেও কিছুই শেখেননি। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে দিদিকে একটা মামলা দিয়ে থামিয়ে দিলেই তো কাজ হয়ে যায়!

৯# এখনো পর্যন্ত বিজেপি কোন কেন্দ্রে মোট ভোটের চেয়ে বেশি ভোট পায়নি। অথচ আদর্শ গণতান্ত্রিক দেশ মাত্রই জানে, কোন কেন্দ্রের ৭৮৪৩ ভোটের মধ্যে ৮৫০০ ভোট না পেলে কেউ জিতে না (বিশেষ করে ক্ষ্মতাসীন দল)!

১০# সর্বোপরি বলা যায়, প্রতিবেশি ও উন্নত গণতন্ত্রের ধারক ও বাহক টাইপ দেশগুলো থেকে রাজনৈতিক দীক্ষা না নেয়াই পশ্চিমবঙ্গের নির্বাচনে মোদীর এমন ভরাডুবি।

১২৪১ পঠিত ... ১৮:০০, মে ০২, ২০২১

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top