পুলিশ ভাইটির এক লাথিতে দেশের যে ১০টি সমস্যার সমাধান হয়ে গেলো

৬৬৪ পঠিত ... ২৩:৩৯, এপ্রিল ২৬, ২০২১

ফুটপাতের এক অপ্রস্তুত হকারকে সজোরে একটি লাথি মারলেন এক পুলিশ কর্মকর্তা। এমন একটি ভিডিও ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। একটা নিরপরাধ মানুষকে বিনা কারণে লাথি মারার তো কথা না, এটা তো মানবাধিকার বিরোধী, এমনকি আইনসম্মতও না। তাহলে আইনের রক্ষক পুলিশ ভাইটি কেন লোকটিকে লাথি মারলেন?

নিশ্চয়ই এটি কোন সাধারণ লাথি নয়, এর পেছনে কোনো বৃহৎ জাতীয় স্বার্থ লুকিয়ে আছে। নিশ্চয় লোকটি ছদ্মবেশী এমন এক বড় অপরাধী, যার কারণে দেশে এত এত সমস্যা। আর পুলিশ ভাইটির এই ঐতিহাসিক লাথির কারণে সেসব সমস্যার সমাধান হয়ে গেছে। চলুন দেখে আসি, কী কী সমস্যার সমাধান হলো। পাশাপাশি এই লাথির কারণে আরও কী কী সমস্যার সমাধান হয়ে থাকতে পারেন, কমেন্টে জানাতে পারেন আপনিও।

Police-Lathi (1)

১# দেশ থেকে ছোট বড় সকল ধরনের দুর্নীতি নাই হয়ে গেলো। আমরা এখন বিশ্বের একমাত্র দুর্নীতিমুক্ত দেশ।

২# সারাদেশে যত অবৈধ দখলদারিত্ব আছে--- জমি দখল, নদী দখল, বিশ্ববিদ্যালয়-পৌরসভা-সিটি কর্পোরেশনের জায়গা দখল, কোনটাই এখন আর নাই। উল্টো আগের দখল করা জমিগুলো অন্যরা ফেরত দিয়ে দিয়েছে।

৩# এই এক লাথিতেই দেশ থেকে গুম-খুন-হত্যা-ছিনতাই-রাহাজানি নাই হয়ে গিয়েছে। আমরা এখন বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ।

৪# দ্রব্যমূল্য একদম নিয়ন্ত্রণে চলে এসেছে। দেশে নেই কোন সিন্ডিকেট। উল্টো ব্যবসায়ীরা ন্যায্যমূল্যে জিনিসপাতি ঘরে এনে দিয়ে যাচ্ছে।

৫# ব্যাংকগুলোর লিস্টে কোন ঋণখেলাপি নাই। এই একটি মাত্র লাথির ফলেই সবাই ব্যাংকগুলোকে পাওনা টাকা সুদসমেত ফেরত দিয়ে দিয়েছে।

police riksha ultano

৬# টাকা পাচার! নেই বললেই চলে। মাত্র এই একটি লাথিতে পাচারকারীরা কাঁপতে কাঁপতে টাকা লাইন ধরে ফেরত দিয়ে যাচ্ছে।

৭# দেশে এখন মাদক তো নেইই কোন মাদক সম্রাটও নেই। এই একটি মাত্র লাথিতে সবাই কাঁপতে কাঁপতে সোনা-রূপার পানি দিয়ে গোসল করতে করতে ভালো হয়ে যাচ্ছে।

৮# এই লাথিটি দেয়ার এক মাইক্রোসেকেন্ডের মধ্যে দেশ ঘুষমুক্ত হয়ে গেছে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও দেশে এখন ঘুষখোর অফিসার পাওয়া যায় না।

৯# এই যে দেশে ধর্ষণ বেড়ে যাচ্ছে। কোনভানেই লাগাম টানা যাচ্ছে না। এই লাথিটি দেয়ার পর এখন দেখবেন, আর কোন ধর্ষণের খবর চোখে পড়বে না।

১০# সারাদেশে এখন আর কোন ফিটনেসবিহীন গাড়ি নেই। সড়ক দুর্ঘটনা খবরও আর চোখে পড়বে না। টাকা খেয়ে লাইসেন্স যারা নিয়েছিলো তারা পুলিশের এই লাথির ভয়ে 'ওমাগো' বলে গাড়ি চালানো ছেড়ে দিয়েছে।

৬৬৪ পঠিত ... ২৩:৩৯, এপ্রিল ২৬, ২০২১

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top