ছাত্রলীগের কেউ অপরাধ করলে ছাত্রলীগ কর্মীদের ১০টি অবশ্য কর্তব্য

১৩৮৬ পঠিত ... ১৪:২৭, সেপ্টেম্বর ২৯, ২০২০

ছাত্রলীগের কর্মীরা নিয়মিতই নানান অপরাধে অভিযুক্ত হন। আপনি যদি একজন ছাত্রলীগ কর্মী হন, আপনার কি সে সময় একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে সংগঠনের সুনাম রক্ষায় কিছুই করার নেই? আছে, অবশ্যই আছে। নিচের কর্তব্যগুলোর দিকে একবার চোখ বুলিয়ে দেখুন। তবে অনেকেই ফিসফিস করে বলে, এই কর্তব্যগুলো কর্তব্যপরায়ণ কর্মীরা নিয়মিতই পালন করে থাকেন!

 

১# অপরাধ করেছে শুনেই ছাত্রলীগ থেকে মৌখিকভাবে বের করে দেয়ার পথে যাবেন না। অপেক্ষা করুন, অপরাধী নিজে অপরাধটা ধামাচাপা দিতে পারে কিনা।

২# অপরাধী নিজে ধামাচাপা দিতে না পারলে, ভিকটিমকেই দোষারোপ করুন। এরপর আর কী! ভিকটিম কেন ভিকটিম হয়েছে, ভিকটিম হওয়ার জন্য যে আসলে সে নিজেই দায়ী, নানাভাবে সেসব প্রমাণের চেষ্টা করুন।

৩# অপরাধী নিজে ধামাচাপা দিতে না পারলে সিনিয়র নেতাদের এগিয়ে এসে ধামাচাপা দেয়ার চেষ্টা করা উচিত। প্রথমে ভিকটিমকে ধমক দিলে কাজ হয়ে যায় নাকি দেখুন। না হলে আগে সোশ্যাল মিডিয়ায় ডিফেম করুন, তার আগের কোনো স্ক্যান্ডাল থাকলে সেসব প্রচার করুন।

৪# ধমকে কাজ না হলে জরিমানার ধাপে যান। ভিকটিমকে ৫-১০ হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করুন। জ্বলন্ত প্রমাণ তো, খাগড়াছড়ির সেই চেয়ারম্যান আছে। ১০ হাজার টাকায় যে আধিবাসি মেয়ে ধর্ষণের ঘটনাটি মীমাংসা করে ফেলেছে।

৫# এতেও কাজ না হলে পুলিশি ধমকে আগান। ভিকটিমকে পুলিশি ভয়-টয় দেখিয়ে রুখে দিন।

৬# এরপরও যদি অপরাধ ফাঁস হয়ে যায়, এক মুহূর্ত দেরি না করে 'অপরাধীর কোন দল নেই' মর্মে বাণী-অর্চনা পেশ করুন।

৭# হুট করে যদি দেখা যায় অপরাধী ছাত্রলীগের পদের কথা ফাঁস হয়ে গেছে, তাহলে তাকে 'অনুপ্রবেশকারী' আখ্যা দিয়ে দলের উপর সাপোর্টিভ চাদর বসিয়ে দিন।

৮# এরপরের কাজ রিসার্চের। সর্বোচ্চ এফোর্ট দিয়ে অপরাধীর বাবা, দাদা, কাকা, মামা, দুলাভাই কেউ বিএনপি জামাতের সাথে জড়িত ছিলো কিনা খুঁজে বের করুন।

৯# নবম ধাপে এসে দল থেকে বহিষ্কার করে দিন। হুদাই চিন্তা করছেন। কর্মী কমবে না। আপনিও জানেন, আমরাও জানি, অপরাধী নিজেও জানে, এইটা সাময়িক বহিস্কার।

১০# দশম ধাপ তো বুঝতেছেনই... জনগণ ঘটনাটি ভুলে গেলে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনুন। আপনার কোন অপরাধ ফাঁস হলে সে-ই তো একদিন আপনার পাশে দাঁড়াবে।

১৩৮৬ পঠিত ... ১৪:২৭, সেপ্টেম্বর ২৯, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top