একটি ফেসবুক স্ট্যাটাস এবং অতঃপর এক থ্রিলিং মিশনের পরিকল্পনা

১৪৮৯ পঠিত ... ২০:১৩, মে ০৯, ২০২০

: স্যার, আরেকজন পাইছি, ধরবো?
: কি করছে?
: স্ট্যাটাস দিছে!
: স্ট্যাটাস দিলেই ধরতে হবে? মানুষ স্ট্যাটাসও দিবে না?
: নাহ তা না স্যার, কিন্তু লোকজন খুব হা হা দিচ্ছে।
: তাহলে তো অবশ্যই ধরা উচিত! এখন লোকজন কিসে হা হা দেয় বুঝিস নাহ?
: কিন্তু স্ট্যাটাস দিছে রাশিয়া নিয়ে!
: থাক, তাইলে ধরার দরকার নেই। চীন নিয়ে দিলে একটা কথা ছিল!
: কিন্তু বলেছে জারের কথা!
: কিহ! এখনই গ্রেফতার করা উচিত! জারকে চিনিস না? এটাতো জারকে নিয়ে কথা বলার সময় না। আমরা বুঝি না, মানুষ কখন জারকে নিয়ে কথা বলে?
: কিন্তু বলেছে, জার ভালোই ছিল!
: ওহ! তাই বলেছে? তাহলে আমাদের লোক হবে।
: কিন্তু সাথে এও বলেছে, পৃথিবীতে নাকি এখন অনেক জার আছে!
: হোয়াট! খোঁচা দিয়ে বলেছে? তাহলে গ্রেফতার করাই উচিত!
: বুঝতে পারছি না, সাথে বলেছে, সেই জারে নাকি সবাই পানি রাখে!
: হা হা হা, তাই নাকি! তাহলে আম-পাবলিক! প্লাস্টিকের জারের কথা বলেছে। অতো চাপ নেই।
: কিন্তু সাথে তো এটাও বলল যে, জার নাকি কোথায় পাঠাচ্ছে!
: হোয়াট, জার এক্সপোর্ট! মাল্টিন্যাশনাল কেইস মনে হচ্ছে। গ্রেফতার তো আরজেন্ট!
: বলেছে, তাতে নাকি টাকা আসবে!
: ওহ, টাকা আসবে বলেছে? খুব ভালো খুব ভালো! কত টাকা কিছু বলেছে, কবে আসবে, কোন দিক দিয়ে আসবে? তুই একটা লাভ দিয়ে দে!
: নাহ বললো, জারের ভিতরে করে টাকা আসবে?
: কি! স্মাগলিং! আই মিন টাকা পাচার! বসে কেনো এখনই গ্রেফতার কর।
: নাহ! বললো, কাল রাতে নাকি বিষয়টা সে স্বপ্ন দেখছে!
: ওহ! স্বপ্ন দেখছে? তাহলে সাধারণ পাবলিক! চাপে আছে তো, উল্টাপাল্টা স্বপ্ন দেখছে।
: নাহ, বলেছে, জেগে জেগে স্বপ্ন দেখেছে!
: কী? জেগে জেগে জার নিয়ে স্বপ্ন! মামার বাড়ির আবদার। জটিল মনে হচ্ছে, মালটার ঝামেলা আছে। গ্রেফতার করে নিয়ে আয়। জায়গামতো কষে দুইটা বাড়ি দিলে সব বের হয়ে যাবে।
: কিন্তু বললো যে, সে নাকি স্কুলে পড়ার সময়ের কথা!
: কী, ইশকুলের গল্প!! ঠিকাছে ওকে ছেড়ে দে। কিন্তু যারা হা হা দিয়েছে তাদের একটা লিস্ট কর। আমাদের জানতে হবে তারা কি বুঝে হা হা দিয়েছে! নিশ্চয় তারা অন্যকোনো ডিপার মিনিং ভেবে হা হা দিয়েছে। দি ইজ ইলিগেল। কোনো ডিপার মিনিং ভাবা যাবে না...

১৪৮৯ পঠিত ... ২০:১৩, মে ০৯, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top