শিক্ষাগুরুর মর্যাদা 2.0 : রাজশাহী পলিটেকনিক ভার্সন

৯৯৭ পঠিত ... ১৯:২০, নভেম্বর ০৩, ২০১৯

ছোটবেলায় পাঠ্যবইয়ে পড়া কবিতাটি মনে আছে? যেখানে বাদশাহ আলমগীর তাঁর ছেলেকে শিক্ষকের পায়ে পানি ঢালতে দেখায় রেগে যান! শিক্ষক ভাবেন এই ক্রোধ বুঝি তার প্রতি, কিন্তু পরে বোঝা যায়, তার ছেলে শুধু পানি ঢালছিলো কিন্তু নিজ হাতে পা পরিষ্কার করে দিচ্ছিল না, এইজন্য তিনি ছেলের প্রতি রাগান্বিত হয়েছেন। কবি কাজী কাদের নেওয়াজের লেখা শিক্ষকের মর্যাদা শেখানো এই কবিতাটি হয়তো পড়েননি রাজশাহী পলিটেকনিকের গুটিকতক ছাত্র। অধ্যক্ষ স্যার তাদের অন্যায় দাবি না মেনে নেয়ায় তাকে তারা ধরে ফেলে দেন পুকুরে!

শিক্ষককে এমন 'দারুণ' মর্যাদা দেয়া এই 'কৃতি' ছাত্রদের জন্য আমরা তাই আধুনিকায়ন করার চেষ্টা করেছি বিখ্যাত এই কবিতাটিকে। দেখুন তো, বর্তমান পরিস্থিতির সাথে এটাই বেশি মানানসই কিনা!

 

শিক্ষাগুরুর মর্যাদা 2.0

(Powered by রাজশাহী পলিটেকনিক) 

একদা শিক্ষকের কাছ গিয়া
বলিলেন সহমত ভাই, আমাদের কিছু দাবি শোনাতে চাই
নিজেদের কিছু দাবি দাওয়া
শিক্ষকের পানে দিলো ছুড়িয়া
শিক্ষক বলিলেন, এ মানার নয়, এ তো অবক্ষয়
ক্লাসে যাও তবে, কথা পরে হবে, দাবি যদি ভালো হয়।
সহমত ভাই নামদার
ভাবিলেন, আমাদের কথা অযৌক্তিক বলে, এত স্পর্ধা কার?
আমরা জলে, আমরা স্থলে
আমাদের সবাই কুর্নিশ করে সহমত ভাই বলে
স্পর্ধার কাজ হেন অপরাধ এর আগে করেছে যে
আমরা কি ছেড়েছি কখনো উচিত শিক্ষা না দিয়ে?
জ্বি ভাই, জ্বি ভাই
সমস্বরে ঘর কাঁপিয়ে বলিল সব সহমত ভাই।
আমরা জাতির সোনার ছেলে
শিক্ষক আমরাই! দীক্ষা দিয়েছি যাকে যেখানে পাই
ছাড়িবো না’ক, শিক্ষা তো দিবো, পাশে আছিস কে আয়!
এমন সম্মান দিবো তাকে, ভুলিবে না কভু তাই!
ইতিহাস রচিব আজি
বাদশাহ আলমগীরকে ছাড়িয়ে যাবেই আমাদের কারসাজি।
তারপর দিন প্রাতে
বিশাল এক সভা ডাকিলো তাহারা, গেস্টরুম কেল্লাতে
হাক ছাড়িয়া ভাই শুধালেন, এতদিনে,
এতক্ষণে কিছু শিখে নাই এই মূর্খ শিক্ষকে
বরং করেছে স্পর্ধা আর দায়িত্বে অবহেলা
ভাই কন, রেডি হয়ে থাক আছিস জোয়ান যত
দেখাবি কাল শক্তি আছে তোদের গায়ে কত
পরদিন দ্বিপ্রহরে, ইতিহাস রচিতে অপেক্ষা সবার হেইয়ো তোলা রবে
আসিতেই স্যার, জোর এলো সবার, হইলো আগুয়ান
পাজাকোলো করে পানিতে ছুড়িয়া রাখিলো স্যারের মান
উচ্ছ্বাস ভরে, সহমত সবে কহিলো উচ্চরবে
'আমরাই সেরা, আমরা করেছি নতুন ইতিহাস রচন
সবার মুখে ফিরবে এবার সোনার ছেলেদের কথন!'

৯৯৭ পঠিত ... ১৯:২০, নভেম্বর ০৩, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top