গুলফাত আরা ম্যাডামের রুপ-লাবণ্য; চওড়া কাঁধে ঠিকরে পড়া আলো; চোখের তারায় রহস্যময়ী লাস্য আর্নেস্ট হেমিং ওয়ের মনে প্রাচ্যের দোলা দেয়। চোরামাণ্ডির ঝাড়বাতির আলোয় আর্নেস্ট গেয়ে ওঠে,
লিসেন টু মাই হার্ট
সিজনস মে চেঞ্জ
উইন্টার টু স্প্রিং
কাম হোয়াট মে।
পারভিন এসে খবর দেয়, পুলিশ চোরামাণ্ডি ঘিরে ফেলেছে। হ্যান্ডমাইকে খদ্দেরদের বেরিয়ে যাবার নির্দেশ দেওয়া হচ্ছে। গুলফাত আরা ঘাবড়ে যায়। তার প্যারানয়া বাড়তে থাকে।
সময় নষ্ট না করে আর্নেস্ট গুলফাত আরাকে নিয়ে বেরিয়ে আসে ফ্রেঞ্চ প্রেস কার্ড উপরে তুলে, আমরা রিপোর্টিঙের প্রয়োজনে এখানে এসেছিলাম। আমি আর্নেস্ট আর ও সাতিন; আমরা দুজনেই জার্নালিস্ট। প্লিজ আপহোল্ড প্রেস ফ্রিডম।
প্রেস ফ্রিডমের কথা শুনে পুলিশ ছেড়ে দেয় তাদের। নিশ্চিত খবরের ভিত্তিতে পুলিশ চোরামাণ্ডি ঘিরে ফেলায় মিডিয়া ব্রেকিং নিউজ দেয়, গ্রেফতার, গ্রেফতার।
মার্সিডিজে উঠেই আর্নেস্ট শ্যাম্পেনের বোতল খুলে গ্লাসে ঢেলে দেয়, মাদাম, নেভার নো, আই কুড ফিল লাইক দিস, লাইক আই হ্যাভ নেভার সিন দ্য স্কাই, লিসেন টু মাই হার্ট; আই লাভ ইউ, কাম হোয়াট মে!
হোটেল রুমে পৌঁছে গুলফাত আরার ছবি তুলে একটা পাসপোর্টে বসিয়ে আর্নেস্ট হাসে, মাদাম সাতিন। উই আর ফ্লাইং টু পালানরুশ।
এয়ারপোর্টে পৌঁছে টেনশনে বুক দুরু দুরু করতে থাকে গুলফাত আরার। আর্নেস্ট বলে, কাম অন মাদাম, জীবনে এত গুল মেরেছ; আজ একটা গুল মারতে পারবে না। স্মাইল প্লিজ। হাসিতে জয় করো ইমিগ্রেশন পুলিশের হৃদয়।
কোনো ঝামেলা ছাড়াই ইমিগ্রেশন পার হয়ে যায় দুজন। প্লাটিনাম লাউঞ্জে বসে আর্নেস্ট বলে, এই তো; আর কিছুক্ষণ হাসি ধরে রাখতে হবে। পালানরুশে দেখবে তোমার ভুবন মোহিনী হাসিতে প্যারিস মাতোয়ারা হবে। অক্সিডেন্টাল ফিগার জিরো নর্তকীরা তোমার ওরিয়েন্টাল প্রাচুর্যের কাছে হেরে যাবে।
আর্নেস্টের অনর্গল কথা বলার জাদুতে বোর্ডিং হয়ে যায় অনায়াসে, গুলফাত আরার বিশ্বাস হয় না সে আর একটু পরেই মুক্ত বিহঙ্গের মতো উড়াল দেবে। প্লেন টেক অফ করলে আনন্দে অঝোর ধারায় কাঁদে গুলফাত আরা। আর্নেস্ট তাকে টিস্যু এগিয়ে দেয়। কানের কাছে ফিস ফিস করে গায়, নেভার নো আই কুড ফিল লাইক দিস, এভরি ডে আই লাভ ইউ মোর।
প্যারিসে পৌঁছে হোটেল রুমে মরার মতো ঘুমায় গুলফাত আরা। বাইরে থেকে খাবার নিয়ে আসে আর্নেস্ট।
: আজ সাঁঝে পালানরুশে তোমার অভিষেক মাদাম।
: আমি কি পারব আর্নেস্ট! বিখ্যাত নর্তকীরা নাচে এখানে।
: অবশ্যই পারবে; এতদিন টিভি টকশোতে নেচেছ, লেটস টকে নেচেছ, প্রেস কনফারেন্সে নেচেছ। তোমার মতো নাচের অভিজ্ঞতা আর কার আছে গো!
লাল ভেলভেটের পর্দা ওঠে পালানরুশে। ওরিয়েন্টাল বিউটিকে দেখতে ভেঙে পড়েছে দর্শক।
আর্নেস্ট স্টেজে এসে গেয়ে ওঠে, মাই গিফট ইজ মাই সং, অ্যান্ড দিস ওয়ান্স ফর ইউ। ইউ ক্যান টেল এভরিবডি, দিস ইজ ইওর সং।
গুলফাত আরা নাচতে শুরু করে। চোখ দুটো দুই পাশে ঠেলে দিয়ে; ভ্রু দুটো নাচিয়ে; হাতের মুদ্রায় ষোল শৃঙ্গার দেখিয়ে; আর্নেস্টকে ঠমক দেখিয়ে নাচতে থাকে। পালানরুশ জুড়ে তোলপাড় ওঠে, গুলফাত গুলফাত!
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন