মানুষ মাত্রই 'ডাক্তার'

৭৪৮ পঠিত ... ১৫:৪৭, আগস্ট ২০, ২০২৪

25

মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা এখন ডাক্তার হিসেবে প্র‍্যাকটিস করা এবং প্রেসক্রিপশন লেখার আনুষ্ঠানিক অনুমতির জন্য আন্দোলন করছে। অবশ্য অনানুষ্ঠানিকভাবে তারা আগে থেকেই প্রেসক্রিপশন লিখে আসছে।  

ধরুন তারা ডাক্তার হিসেবে অনুমতি নিয়েই চেম্বার শুরু করল।

এরপর কী হবে?

যেহেতু এটিও বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ, তাই এরপর ডাক্তার হিসেবে রেজিস্ট্রেশন পাওয়ার জন্য আন্দোলনে যোগ দিতে পারেন হাসপাতালের নার্স এবং ওয়ার্ড বয়রা। নার্সদের মধ্যে যিনি সবচেয়ে গম্ভীর, বয়স্কা এবং কিন্নরী কন্ঠী— তিনি হতে পারেন সমন্বয়ক।

তারা বলবেন, ডাক্তারের পরেই আমাদের স্থান। ইমার্জেন্সি অবস্থায় ডাক্তার না থাকলেও আমরা কাজ চালিয়ে নেই। ডাক্তার শুধু ঘরে বসে চিকিৎসা লেখেন, কিন্তু আমরা চিকিৎসাও জানি, হাতের কাজও পারি… তাই আমরাও আজকে থেকে ডাক্তারি করার রেজিস্ট্রেশন চাই।

ওয়ার্ড বয়, ট্রলি মামারা হবে আরও এক কাঠি সরেশ। তারা রোগীকে ট্রলি ঠেলে আনা নেওয়াসহ চিকিৎসা দেওয়া, হাতের কাজ— পুরো প্যাকেজই জানেন। ডাক্তার হবার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পেতেই পারেন। সেক্ষেত্রে রোগীদের হয়রানি কম হবে।

তবে এই আলাপে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো, যেসব রোগীরা বারবার হাসপাতালে ভর্তি হন তারা।

যেহেতু তারা প্রফেসর থেকে শুরু করে মিড লেভেল, ইন্টার্ন ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, ট্রলি মামা সবাইকে দেখেন এবং সবার কাজ সম্পর্কে ভালোভাবে জানেন— তারাই চিকিৎসাখাতে সর্বোচ্চ অবদান রাখতে পারবেন বলে মনে করছি। এই সময়ে তাদেরও 'ডাক্তার' হিসেবে রেজিস্ট্রেশন দেবার জন্য মাননীয় BMDC-কে অনুরোধ জানাই। তবে রেজিস্ট্রেশনের সময় প্রতিবার ডিসচার্জের প্রমাণ হিসেবে হাসপাতাল থেকে দেওয়া ছাড়পত্র দেখাতে হবে৷

(কমপক্ষে ৮ বার হাসপাতালে ভর্তির অভিজ্ঞতা বাধ্যতামূলক।)

আর যারা ৬-৭ বছর পার করে MBBS, এরপর ৫-১০ বছর লাগিয়ে FCPS, MD, MS ইত্যাদি অর্জন করেছেন, এবং জীবনের ৫০ বছর ব্যয় করে বিশেষজ্ঞ, অধ্যাপক হয়েছেন— আপনারা লেবার ভিসায় বিদেশে চলে যান। এসেছে নতুন ডাক্তার, তাদের ছেড়ে দিতে হবে স্থান।

এরপরও আরও কিছু মন চাইলে, দেখেন, যা ভালো মনে করেন…

৭৪৮ পঠিত ... ১৫:৪৭, আগস্ট ২০, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top