এই রোগটার নাই ঔষধ, পথ্য... হইচই হাউমাউ সত্যেন দত্ত

৪৯৩ পঠিত ... ২১:১২, মার্চ ২৯, ২০২০

‘ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা’
এই রোগ কোন রোগ? হায় মোর আল্লা!
ধুপধাপ দেয় লাফ মৃত্যুর সংখ্যা!
ভাবনায় উদ্বেগ, চিন্তায় শংকা।
লোকজন সব সাফ! মারবার ফন্দি!
চৌপর দিন-ভোর ঘরটায় বন্দি।
চুপচাপ বের হই হ্যান্ডসোপ কিনতে
আর্মির লোকজন টাইম নেয় চিনতে!
প্রাণপণ দেই দৌড়, হাঁসফাঁস বাঁচতে
আজকাল দম নাই, জোর নাই স্বাস্থ্যে।
চাল-ডাল-তেল-নুন তিন চার বস্তা
দরদাম করলাম, প্রাণটাই সস্তা।
প্রাণ যায়, অস্থির ডাক্তার-নার্সে
মন্ত্রীর বেইল নাই? এই কাম সারছে!
মৃত্যুর সংবাদ! সব্বাই আঁতকে
সাবধান, সাবধান, ধুই দুই হাতকে।
এই রোগটার নাই ঔষধ, পথ্য!
হইচই হাউমাউ সত্যেন দত্ত।

৪৯৩ পঠিত ... ২১:১২, মার্চ ২৯, ২০২০

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top