সুরঞ্জনা, ওইখানে যেওনাকো তুমি, নিজেকে বাঁচাও এই করোনাতে

৫০৩ পঠিত ... ২১:৪১, মার্চ ২২, ২০২০

‘সুরঞ্জনা, ওইখানে যেওনাকো তুমি,
বোলোনাকো কথা ওই যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনা:’
নিজেকে বাঁচাও এই বাজে করোনাতে।

ফিরে এসো হোম কোয়ারেন্টাইনে;
ফিরে এসো দ্রুত ঘরে
দূর থেকে করো সব প্রেম;
করোনাতে লোকজন মরে।

‘কী কথা তাহার সাথে? – তার সাথে!’
তার হাঁচি, তার কাশি, কফ
তোমার জীবনকে করে দিতে পারে
দিনশেষে পুরোপুরি অফ।

সুরঞ্জনা,
করোনায় ভরা সব আকাশ বাতাস
বেঁচে থাকো, করোনায় হইও না লাশ
ইতি
তোমারই জীবনানন্দ দাশ।

৫০৩ পঠিত ... ২১:৪১, মার্চ ২২, ২০২০

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top