'ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে’

৯০৭ পঠিত ... ২৩:৫৮, মার্চ ২১, ২০২০


‘ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে’
ঘরের ভেতরে থাক
হাঁচি যদি আসে কনুইয়ে না হয়
টিস্যুতে ঢাকিবি নাক।

করোনার কালে বাঁচিবার তরে
মানিয়া চলিবি আইন
স্মরণে রাখিবি তোদের বাঁচাতে
এসেছে কোয়ারেন্টাইন।

কী বললি! যাবি মিষ্টি খাইতে?
বিয়ের দাওয়াতে যাস!
ঠিক করে বল, তোদের খাবার
ভাত? না দূর্বা ঘাস!

কোয়ারেন্টাইনে ঘুরতে বেরুলে
চড়ায়ে ফেলিব দাঁত
মরিয়া গিয়াও শান্তি পাই না
আমি রবীন্দ্রনাথ!

৯০৭ পঠিত ... ২৩:৫৮, মার্চ ২১, ২০২০

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top