অকর্মণ্য দুইটা মেয়র দিনরাত ঘাস কাটে!

৮৫৪ পঠিত ... ২২:১৯, জুলাই ২৮, ২০১৭

কার্টুন: শিশির ভট্টাচার্য্য, প্রথম আলোর সৌজন্যে

আমার শহর। করবো আমি আমার যেটা খুশি।

(মাতুব্বরি করত এলে মারবো একটা ঘুষি।)

'নিট এন্ড ক্লিন শহর' পাওয়ার দাবি আমার পয়লা।

(যখন যেথায় ইচ্ছে হলেই ফেলবো বাড়ির ময়লা।)

ফুটপাতে আর ড্রেনের ভেতর ফেলবো যতো বর্জ্য

(মেয়র ওটা সাফ করিবেন সাফ করাটা ফর্জ।)

ফর্জ মানে ফরজ,

বর্জ্য পরিস্কারের বেলায় আমার তো নেই গরজ!

আমার যদি হয় প্রয়োজন না পাই যদি জমি

বদলে দেবো নালা এবং খালের এনাটমি!

নালা ও খাল ভরাট হবে ভরাট রাতারাতি

(আমরা স্বাধীন সার্বভৌম...আমরা সেই সে জাতি...!)

শহর ঘিরে নদী ছিলো। ওটাও নিয়ে নিলাম।

নদীর ওপর বসতবাড়ির কনস্ট্রাকশন দিলাম!

রাস্তা-ঘাটে যত্রতত্র পলিথিনের প্যাকেট

ফেলে দিলাম, শিশি-বোতল-ব্যাডমিন্টন র‌্যাকেট

সবই জমা পড়লো ড্রেনে, নোংরা আবর্জনা

সেটা নিয়ে ক্যান্‌ তোমাদের এত্তো আলোচনা!

দখল নিয়ে কত্তো ধকল তোমরা কি তা জানো?

(শিবের গীতটা গাও কেনো ভাই যখনই ধান ভানো!)

একটু না হয় বৃষ্টি হলো জমলো একটু পানি

সেইটা নিয়ে রোজ প্রতিদিন হায় সে কী কচলানি!

বৃষ্টি হইছে?--মেয়র দায়ী।

পানি জমছে?--মেয়র দায়ী।

নালা বন্ধ?--মেয়র দায়ী।

ড্রেনও বন্ধ?--মেয়র দায়ী।

শহর নোংরা?--মেয়র দায়ী।

মশা বাড়ছে?--মেয়র দায়ী।

মশারীও নাই?--মেয়র দায়ী।

চিকনগুনিয়া?--মেয়র দায়ী।

যানজট খুব?--মেয়র দায়ী।

ঘুম আসে না?--মেয়র দায়ী।

মন ভালো নাই?--মেয়র দায়ী।

মেয়র হলেন এই শহরের শ্রীমান নন্দঘোষ!

দুই মেয়রের ওপর সবার সমস্ত আক্রোশ।

(আমরা, মানে নগরবাসী নির্দোষ! নির্দোষ!!)

টকশোগুলোয় বাচালগুলো সবজান্তার বেশে

দুইমেয়রকে ধুয়ে দিচ্ছে নিত্য হেসে হেসে!

কথার তোড়ে পত্রিকা আর টিভির পর্দা ফাটে

অকর্মণ্য দুইটা মেয়র দিনরাত ঘাস কাটে...

৮৫৪ পঠিত ... ২২:১৯, জুলাই ২৮, ২০১৭

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top