এবাদত নামা

১২৫১ পঠিত ... ০১:০৯, জুলাই ১৪, ২০১৭

মাথায় ছিলো পাগড়ি সফেদ, ঘর থেকে পা বাড়িয়ে

নিউমার্কেটে ভিড়ের মধ্যে একলা ছিলাম দাঁড়িয়ে।

স্কন্ধে ছিলো একটা ঝোলা।

(ঝোলার মধ্যে থাকতো তোলা--

নানান রকম অষুধপাতি,

ক্যান্ডেল আর আগরবাতি।

পূজার্চণার বায়না ছিলো

হেফাজতি আয়না ছিলো।

আয়নাটা খুব ঘোলা ছিলো

স্কন্ধে একটা ঝোলা ছিলো!)

ঝোলার মধ্যে গোপন বস্তু নিচ্ছে আমায় তাড়িয়ে...

নিউমার্কেটে ভিড়ের মধ্যে একলা ছিলাম দাঁড়িয়ে।

 

নাদান আমি, গোবেচারা

সত্যিকারের সর্বহারা

কিচ্ছুটি নেই লুঙ্গি ছাড়া!

তাও দয়ালের নিষ্ঠুরতার কেমন বাড়াবাড়ি-এ?

ভিড়ের মধ্যে হঠাৎ আমার লুঙ্গি গেলো হারিয়ে!

 

এখন আমি ধ্বস্ত। শ্রীহীন।

দাঁড়িয়ে আছি লুঙ্গিবিহীন!

ও দয়াময় দয়ার সাগর দেখতে পাওনা? কানা??!!

ফিরিয়ে দাও এই নাদানের ধবল লুঙ্গিখানা!...

 

অটোয়া, ১৩ জুলাই, ২০১৭

১২৫১ পঠিত ... ০১:০৯, জুলাই ১৪, ২০১৭

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top