বাচ্চারা যেভাবে 'সংগ্রাম' করে চালিয়ে যাচ্ছে ডিসটেন্স লার্নিং: দেখুন ১১টি নমুনা

১২৬৭ পঠিত ... ১৬:২১, সেপ্টেম্বর ২৩, ২০২০

আমাদের বাবা-মা'রা আমাদের পড়তে বসানোর অনুপ্রেরণা যোগাতে প্রায়শই বলে থাকেন কিভাবে তারা মাইলের পর মাইল পথ হেঁটে কিংবা বিরাট নদী সাঁতার কেটে কিংবা কাঁদার মাঝে গড়াগড়ি খেয়ে পৌছাতেন তাদের স্কুলে! আর সেখানে এই মহামারির মাঝে আমরা বাড়ি থেকে বের হওয়া তো দূরে, ঘরের মাঝে খাটে বসেই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা সেড়ে ফেলছি। অনলাইন ক্লাস এবং Zoom অ্যাপের কল্যাণে ঘরে বসে ডিসটেন্স লার্নিং চলতে থাকলেও এই পদ্ধতি কিন্তু শিক্ষক বা ছাত্র কারো জন্যেই মোটেও সহজ নয়। এই যেমন, ক্লাসে সকলের মাথার ভিড়ে পিছে বসে একটু ঘুমিয়ে নিলে শিক্ষকের চোখ তা এড়িয়ে যায়৷ কিন্তু, ল্যাপটপটা সামনে চালিয়ে ক্যামেরা অন করলে তো আর সেই উপায় নেই। আবার বোরিং ক্লাসে বসে পাশের বন্ধুর সাথে খুঁনসুটি করারও অবস্থা নেই। এসব ছাড়াও বেশ গুরুতর সমস্যাও কিন্তু হয়ে থাকে। এই যেমন, আপনি ঠিক যখনই অনলাইনে ক্লাস কিংবা পরীক্ষা শুরু করবেন, তখনই ইন্টারনেট সংযোগও সিদ্ধান্ত নিবে গোলযোগ শুরু করার। আবার ধরুন, শিক্ষক বললেন পরীক্ষা শেষে সময়ের মাঝে পরীক্ষার খাতার ছবি তুলে পাঠাতে। আপনি পরীক্ষাটা তাড়াহুড়ো করে শেষ করে ছবি তুলতে গিয়ে দেখলেন আপনার ক্যামেরার সে কী বাজে হাল! আর তা দিয়ে ছবি তুলতে গিয়ে আপনার অবস্থাও বেহাল। শেষমেশ পরীক্ষা দিয়ে, ইন্টারনেট সংযোগ ফিরিয়ে এনে , পরীক্ষার খাতার ফটোসেশন শেষ করে জমা দিতে গিয়ে দেখলেন সময় শেষ। অনেকে তো আবার জমা দিয়ে চার ঘন্টা পর ঘুরেফিরে এসে দেখেন Sent বাটন চাপতে ভুলে গেছেন। অহরহ চলতে থাকা এই সমস্যাগুলো যেখানে বড়দেরই সামলাতে বেগ পেতে হচ্ছে, সেখানে বাচ্চাদের কী অবস্থা হতে পারে একটু ভেবে দেখুন? যেই বয়সে কম্পিউটার কিংবা মোবাইল ফোন হওয়ার কথা অবসরের সঙ্গী, সেখানে এগুলোর সামনে বসে করা লাগছে তাদের সবচেয়ে অপছন্দের কাজ - পড়াশুনা। উপর্যুপরি যান্ত্রিক গোলযোগ তো আছেই। তাই এই ছোট্ট বাচ্চারা তাদের অনলাইন ক্লাস এবং ডিসটেন্স লার্নিং-এর পুরো প্রক্রিয়া কিভাবে সামলাচ্ছে তা নিয়ে ছবি পোস্ট করেছেন কিছু বাবা-মা। আসুন দেখে নেই অনলাইন ক্লাসে তাদের কার্যকলাপ।

 

১# It doesn't get any better little one...

 

২# এ কি! বিড়ালের প্রদর্শনী নাকি অনলাইন ক্লাস?

 

৩# যেভাবে কাটছে আমাদের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ছেলের সোমবারের সকাল। ২০২০ এর শিক্ষাব্যবস্থাকে 'প্লেগ ডক্টরের মুখোশ পরে রিমোট লার্নিং' খুব ভালোভাবেই বর্ণনা করে।

 

৪# 'তার টিচার আমায় ফোন করে বলেছে তাকে তুলে দিতে।'

 

৫# অনলাইন ক্লাসের ২য় দিনেই এই কাণ্ড! 

 

৬# যতটা বিরক্তিকর হতে পারে অনলাইন স্কুল মিটিংগুলো।

 

৭# ক্লাস কি সত্যিই এত বোরিং?

 

৮# আমার কিন্ডারগার্টেনার...

 

৯# আমরা যে দু'ধরনের স্টুডেন্ট দেখতে পাই!

 

১০# আমরা আছি দ্বিতীয় শ্রেণীর প্রথম ক্লাসের প্রথম ৪৩ মিনিটে

 

১১# I know the feeling!

১২৬৭ পঠিত ... ১৬:২১, সেপ্টেম্বর ২৩, ২০২০

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top