শিশুদের আঁকিবুঁকি আসলেই জীবন্ত হয়ে উঠলে কি এই ১০টি ছবির মতোই হতো?

১২২৭ পঠিত ... ১৭:৩৮, ডিসেম্বর ০৮, ২০১৯

ধরুন হুট করে এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ছোট্ট বাচ্চার আঁকা সকল অদ্ভুতুড়ে পশুপাখি কিংবা যেকোনো কিছুই জীবন্ত হয়ে উঠেছে! নিশ্চয়ই ভাবছেন, এমনটা হলে পশুপাখি, হাতি, ঘোড়া, এমনকি আপনার চেহারারও কেমন দফারফা হয়ে যাবে!

শিশুদের হাতে কলম পেন্সিল ধরিয়ে দিলে সাথে আর কাগজ দিতে হয় না। ওই পেন্সিল কলম দিয়েই বাড়ির দেয়াল থেকে শুরু করে সকল গুরুত্বপূর্ণ কাগজ এমনকি নিজের হাত-পা সবটাকেই ক্যানভাস বানিয়ে চারপাশটাকে নিজের ইচ্ছেমতন আঁকতে ব্যস্ত হয়ে পড়ে তারা। সেসব হাবিজাবি আঁকিবুঁকির মর্মোদ্ধার বড়রা সবসময় করতে পারে না। তবে পেরেছেন টম কার্টিস নামে এক আর্টিস্ট। দুই ছেলে ডমিনিক ও আলের আঁকা সকল কিছুকেই সত্যিকার রূপ দিতে গিয়ে ব্যাপারটাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন তিনি।

দুই ছেলের আঁকা কিম্ভূতকিমাকার চেহারার পশুপাখি থেকে শুরু করে অদ্ভুতভাবে আঁকা প্লেন, গাড়ি, বাস সকল কিছুকে ফটো ম্যানিপুলেশনের সাহায্যে বাস্তব করে তুলতে চেয়েছেন বাবা টম কার্টিস। ত্রিমাত্রিকভাবে রেন্ডারড ছবিগুলো নিয়ে সেগুলোর আকার-আকৃতি ছোট-বড় করে কিংবা চেহারা বদলে ছেলেদের অদ্ভুত আঁকিবুঁকির জগৎকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেছেন তিনি। পরবর্তীতে ছেলেদের আঁকা ছবি এবং তার কারসাজি করে 'বাস্তবে' রূপ দেওয়া ছবি দুটো পাশাপাশি পোস্ট করেন তাদের ইনস্টাগ্রামের যৌথ অ্যাকাউন্ট thingsihavedrawn- এ।

এর আগে ২০১৭ সালে বাবা-ছেলেদের আঁকাগুলো নিয়ে Things I Have Drawn: At The Zoo নামে একটি বইও বের করেন টম কার্টিস। eআরকির পাঠকদের জন্য বাবা-ছেলের এই দুষ্টুমির কয়েকটি নমুনা দেয়া হলো!

 

১#

 

২#

 

৩#

 

৪#

 

৫#

 

৬#

 

৭#

 

৮#

 

৯#

 

১০#

১২২৭ পঠিত ... ১৭:৩৮, ডিসেম্বর ০৮, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top