দেড় বছরে মাত্র ৫১ হাজার টাকায় বাংলাদেশের ৬৪ জেলা ঘুরে এসেছেন রায়হান

৩৫৮৯ পঠিত ... ২১:৩৫, ডিসেম্বর ০৩, ২০১৯

ট্যুরে যাওয়া কথা উঠলেই আপনার বন্ধুরা খুব আগ্রহ দেখিয়ে প্ল্যান করা শুরু করে কিন্তু কাজের সময় কাউকে পাওয়া যায় না। সময়, টাকা বা অন্য কোন অযুহাতে তারা কেটে পড়ে, আর আপনার ইচ্ছা অপূর্ণই থেকে যায়। এমন অবস্থায় পড়লে অন্যের ভরসায় না থেকে বিডি রায়হানের মতো একাই দেশ ঘুরতে বেড়িয়ে পড়ুন। তিনি মাত্র দেড় বছরে বাংলাদেশের ৬৪ জেলায় ঘুরে বেড়িয়েছেন। আর এতে তার খরচ হয়েছে ৫১ হাজার ৩৭০ টাকা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্র বিডি রায়হান ২০১৮ সালের জানুয়ারি থেকে শুরু করেন তার দেশভ্রমণের যাত্রা। এর নাম দেন Mission: Toùr dé Bangldesh. এ যাত্রা শেষ করেন এবছরের ১০ জুলাই। ৬৪ জেলায় ঘোরার ছবি যুক্ত একটি অ্যালবাম তিনি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, সেই অ্যালবামে যেন পুরো বাংলাদেশটাকেই একখানে করেছেন তিনি।  

নিতান্তই শখের বশে কলেজ জীবন থেকে ঘোরাঘুরি শুরু করেন রায়হান। ট্যুর দিতেন বিভিন্ন ট্রাভেল গ্রুপের সাথে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে মনে সাহস যুগিয়ে একাই যাত্রা শুরু করলেন এরপর। প্রথম দিকে ২-৩ টা করে, তারপর ৭-৮ টা করে আর শেষের দিকে একটানা আড়াই মাসে ২৭ টা জেলা ঘুরেছেন তিনি। মাত্র ২১ বছর ১৭ দিন বছর বয়সে তিনি তার জন্মভূমি ঘুরে দেখার স্বপ্নপূরণ করেছেন।

ইচ্ছা তো পূরণ হলো তার, কিন্তু এমন ইচ্ছা তার মনে জেগেছিল কেন? এমন প্রশ্নের জবাবে রায়হানের উত্তর, 'জীবনের তাগিদে, সময়ের প্রয়োজনে, মানুষের ভালবাসার খোঁজে। ভ্রমণের মাঝে জীবনের সংজ্ঞা খুঁজে পাওয়া যায়। কেউ আমাকে ট্রাভেলার বললে আমার শান্তি লাগে না। I'm neither a tourist nor a traveller, just a simple wanderer who roams for life, love and chill.'

রথ দেখার সাথে তিনি কলাও বেচে এসেছেন সারাদেশে। তার মিশন সম্পন্ন করতে গিয়ে তিনি 'Exploring Heritage' নামক রিসার্চ করেছেন, 'Finding Tribals' নামক আদিবাসী/উপজাতিদের উপর একটি সার্ভে করেছেন, 'Frame of Bangladesh' নামক মোবাইল ফটোগ্রাফি করেছেন বিভিন্ন জেলায়, 'Revolutionary Bangladesh' হেডলাইনে কিছু সচেতনতামূলক কাজ করার চেষ্টা করেছেন।

'আমি সারা বাংলাদেশ একা ঘুরেছি, পথিমধ্যে যাকে পেয়েছি তাকে নিয়েছি। রেলস্টেশন, ফিলিং স্টেশন, মাজার, মসজিদ, বাসা, হল, হোস্টেল, মেস, থ্রি স্টার হোটেল, যেখানে রাত হয়েছে সেখানেই কাত হয়ে ঘুমিয়েছি। মসজিদের শিন্নি, মাজারের তবারক, মন্দিরের প্রসাদ খেয়েও জার্নি করেছি। বিমান বাদে বাংলাদেশের সব ধরণের যানবাহনে ঘুরেছি।' এভাবেই মাত্র ৫১ হাজার ৩৭০ টাকায় তিনি পুরো দেশ ঘুরে এসেছেন।

অনেকেরই ইচ্ছা আছে দেশ ঘুরে দেখার কিন্তু সময়, সুযোগ বা সাহসের অভাবে তা হয়ে উঠে না। অথচ ২১ বছর বয়সেই তা করে দেখিয়েছেন রায়হান। দেশ ঘুরে দেখতে হলে তার পরামর্শ নেয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তিনি এ ব্যাপারে বলেন, '৬৪ জেলা ঘুরতে চাইলে বলবো, আপনি যদি প্রাপ্তবয়স্ক, ফিজিক্যালি ফিট থাকেন, শেখার আগ্রহ থাকে, জীবনের সংজ্ঞা খুঁজে পেতে চান তাহলে জাস্ট বেড়িয়ে পড়ুন। বিভিন্ন সমস্যা দেখিয়ে কোন এক্সকিউজ দিয়েন না। আপনি ছেলে কিন্তু টাকা নেই? সময় নেই? মেয়ে বলে পরিবার অনুমতি দেয় না? এসব বাঁধাবিপত্তির কথা ভেবে স্বপ্নকে নষ্ট করবেন না। অনেক কিছু আপনাকে ত্যাগ করতে হবে কিছু অর্জনের জন্যে। আমি শপিং না করে, ফাস্টফুড না খেয়ে, ঈদের সালামির টাকা, বই কেনার টাকা একত্র করে ৬৪ জেলা ঘুরেছি। ক্যাম্পাসের বন্ধের দিনগুলো ঘুরেছি। রমজান মাস পুরোটা বিভিন্ন জেলায় ঘুরে কাটিয়েছি ঈদের আগের রাত পর্যন্ত। ইচ্ছা থাকলেই সব সম্ভব যদি সাহস থাকে। আর গুগল মামা তো আছেই সব ইনফরমেশনের জন্যে।'

চলুন এক নজরে (নাকি স্ক্রলে?) দেখে নেয়া যাক বাংলাদেশের ৬৪ জেলায় তোলা বিডি রায়হানের ছবিগুলো-

 

১#

 

২#

 

৩#

 

৪#

 

৫#

 

৬#

 

৭#

 

৮#

 

৯#

 

১০#

 

১১#

 

১২#

 

১৩#

 

১৪#

 

১৫#

 

১৬#

 

১৭#

 

১৮#

 

১৯#

 

২০#

 

২১#

 

২২#

 

২৩#

 

২৪#

 

২৫#

 

২৬#

 

২৭#

 

২৮#

 

২৯#

 

৩০#

 

৩১#

 

৩২#

 

৩৩#

 

৩৪#

 

৩৫#

 

৩৬#

 

৩৭#

 

৩৮#

 

৩৯#

 

৪০#

 

৪১#

 

৪২#

 

৪৩#

 

৪৪#

 

৪৫#

 

৪৬#

 

৪৭#

 

৪৮#

 

৪৯#

 

৫০#

 

৫১#

 

৫২#

 

৫৩#

 

৫৪#

 

৫৫#

 

৫৬#

 

৫৭#

 

৫৮#

 

৫৯#

 

৬০#

 

৬১#

 

৬২#

 

৬৩#

 

৬৪#

৩৫৮৯ পঠিত ... ২১:৩৫, ডিসেম্বর ০৩, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top