ফটোশপে আইফেল টাওয়ারে আঙ্গুল ছোঁয়াতে গিয়ে লোকটি যত রকমভাবে ফটোশপড হলেন

৮৪৩ পঠিত ... ১৮:১৪, মে ১১, ২০১৯

কারো একটা ডিএসএলআর ক্যামেরা থাকলে, বন্ধুদের অনুরোধে নানা রকম ঢেঁকি গিলতে হয়। আবার কেউ যদি ফটোশপ কিংবা ছবি তোলার পরের কারিগরিতে দক্ষ হয়, সেক্ষেত্রে পোস্ট-ফটোশুট নানান আবদার মেটাতে হয় তাদের। তেমনি সিড ফ্রিসজেস নামের এক ভদ্রলোক একটি ছবিতে ফটোশপে দক্ষ বন্ধুর সাহায্য চেয়ে হয়ে পুরো দুনিয়ার ইন্টারনেটের আলোচনায় চলে এসেছিলেন।

২০১৫ সালের একদিন তিনি আইফেল টাওয়ারকে পিছনে নিয়ে তোলা নিজের একটি ছবি আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। ছবির ক্যাপশন ছিল, ‘হ্যালো! ফটোশপ জানেন এমন কারো সাহায্য দরকার। আমি আমার আঙুল আইফেল টাওয়ারের চূড়ায় স্পর্শ করাতে চাই। ধন্যবাদ।’ সমুদ্র সৈকতে সূর্যকে হাতের তালুতে নিয়ে কিংবা মিষ্টির মত গিলে ফেলার যেসব ছবি আমরা অনেকেই তুলে থাকি, তেমনি সিড তুলতে চেয়েছিলেন আইফেল টাওয়ারের চূড়ায় নিজের আঙুল রাখা একটি ছবি। কিন্তু ক্যামেরার ভুলভাল পজিশনে ছবিটিতে তার আঙুল আর আইফেল টাওয়ারের চূড়ার অবস্থান প্রায় আকাশ পাতাল হয়ে পড়ে। তাই মানুষজনের কাছে সাহায্য চাওয়া আরকি।

মানুষজন সাহায্য করেও বটে। ফটোশপ জানা মানুষরা একের পর এক ছবি বানিয়ে আপলোড করতে থাকেন। কেউ সিডকে মইয়ের উপর উঠিয়ে দিয়ে, কেউ আইফেল টাওয়ারকে কাত করে দিয়ে আবার কেউ হয়ত সিডকে শূন্যে ভাসিয়ে আইফেল টাওয়ারের চূড়ায় সিডের আঙুল স্পর্শ করিয়ে দেন। একজন তো এক কাঠি সরেস, তিনি সিডের পাশে এনে দাঁড় করান স্বয়ং গুস্তাভ আইফেলকেই। আবার কেউ কেউ অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকা সিডকে শুধু তুলে নিয়ে বসিয়ে দেন ব্যালে নাচে কিংবা বাস্কেটবল গ্রাউন্ডে। ইন্টারনেটে খুঁজে পাওয়া সিড ফ্রিসজেসের তেমনই কিছু 'ফটোশপড' ছবির সংকলন আজ থাকছে eআরকির পাঠকদের জন্য। দেখে নিন, ফটোশপারদের হাতে পড়লে একটা ছবির কী হাল হতে পারে। 

 

#১ 

 

 


#২

 

 


#৩ 

 

 


#৪ 

 

 


#৫ 

 

 


#৬ 

 

 

 

#৭ 

 

 


#৮ 

 

 


#৯ 

 

 


#১০

 

 


#১১ 

 

 


#১২

 

 


#১৩

 

 


#১৪

 

 


#১৫

 

 


#১৬

 

 


#১৭

 

 


#১৮

 

 


#১৯

 

 


#২০

 

 


#২১

 

 


#২২

 

 


#২৩

 

 


#২৪

 

 


#২৫

 

 

 

#২৬

 

৮৪৩ পঠিত ... ১৮:১৪, মে ১১, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top