'Wrong' বদলে চট্টগ্রাম শহরে রঙ ছড়ালো বার্জার

৭৭৩ পঠিত ... ২০:২২, মে ০৫, ২০১৯

উঁচু সব দালানগুলো কখনো বিলবোর্ড নিয়ে আবার কখনো বৈচিত্র্যহীন হয়ে দাঁড়িয়ে থাকে শহরের বুকে। কোন কোন ভবনের গায়ে হয়ত রঙের চাকচিক্যও দেখা যায়। তবে ভবনগুলোর উঁচু দেয়ালকে হয়ত রাঙিয়ে নেওয়া যায় একেবারেই ভিন্নভাবে। যেমনটা করেছে বাংলাদেশি রঙ প্রস্তুতকারক কোম্পানি বার্জার পেইন্টস। চট্টগ্রাম শহরের বেশ কিছু ভবনের দেয়াল রঙিন করে বার্জার ছড়িয়ে দিতে চেয়েছে চমৎকার সব সচেতনতামূলক কথা। 'Wrong বদলে রঙিন করি' স্লোগানে বন্দরনগরী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় নির্দিষ্ট কিছু ভবনের দেয়ালে বার্জার রঙ দিয়ে ছবি এঁকে 'Wrong'-কে দূর করার কথা বলেছে। 

যেমন দেওয়ান হাটের খান শপিং কমপ্লেক্সের দেয়ালে দেখা যাবে বিপরীত দিকে হেঁটে যাওয়া দুটি শিশুর ছবি। স্কুলে যে যাচ্ছে তার চোখ আকাশের দিকে, আর অন্যদিকে সুবিধাবঞ্চিত শিশুটি তাকিয়ে আছে মাটিতে পড়ে থাকা রুটির টুকরার দিকে। সেই ছবিটায় স্লোগান লেখা 'দূর হোক বেড়ে ওঠার বৈষম্য'। আবার প্রবর্তক মোড়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির একটি দেয়ালে আঁকা ছবিটিতে একটি খালি ফুটবল মাঠকে পিছনে রেখে কয়েকজন কিশোর ব্যস্ত স্মার্টফোনে ফুটবল খেলা নিয়ে। সেই ছবিটির স্লোগান 'মুঠোফোনে নয়, এসো মাঠে নামি'। এভাবেই কোন ছবিতে পানি দূষণের বিরুদ্ধে আবার কোন ছবিতে খাদ্যে ভেজালের বিরুদ্ধে কথা বলেছে বার্জার। চট্টগ্রাম শহরকে রাঙিয়ে দেওয়া দেয়ালগুলোর ছবি থাকছে eআরকির পাঠকদের জন্য।  

#১

 

খান শপিং কমপ্লেক্স, দেওয়ান হাট


#২

 

চেরাগি পাহাড় মোড়, জামাল খান


#৩

 

প্রিমিয়ার ইউনিভার্সিটি, প্রবর্তক মোড়


#৪

 

এক্সেস রোড, হালিশহর


#৫

 

আগ্রাবাদ, চৌমুহনী

৭৭৩ পঠিত ... ২০:২২, মে ০৫, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top