'পাশের বাসার আন্টি' উপাধি পেতে যাচ্ছে কালবেলা পত্রিকা

২২৫ পঠিত ... ১৭:১২, নভেম্বর ২১, ২০২৩

1 (2)

তানজিন তিশার ব্যক্তিগত ফোনালাপ প্রচার করে পত্রিকা শিল্পে এক নতুন জোয়ার নিয়ে এসেছেন বাংলাদেশি দৈনিক কালবেলা। পত্রিকা হয়েও এভাবে কারও ব্যক্তিগত জীবন নিয়ে গসিপ করার স্বীকৃতি স্বরূপ পাশের বাসার আন্টি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এক ভূয়া ফোনালাপ থেকে এমনটাই নিশ্চিত হয়েছে eআরকি।

বিষয়টি নিয়ে নিজেদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন কালবেলার এক উর্ধ্বতন কর্মকর্তা। এই অ্যাওয়ার্ড ভবিষ্যতে মানুষের আরও ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে অনুপ্রেরণা হয়ে কাজ করবে বলে জানিয়েছেন তিনি। নিজের ফেক আইডি থেকে তিনি বলেন, ‘এই অ্যাওয়ার্ড আমাদের উৎসাহকে বাড়িয়েছে। আশা করছি আমরা এভাবে প্রতিদিন একটি করে ব্যক্তিগত ফোনালাপ প্রকাশ করতে পারবো ইনশাল্লাহ, আমরা একদিন পাশের বাসার আন্টি পুরস্কারে স্বয়ংসম্পূর্ণ হবো।’

এই সময়ে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ব্যক্তিগত ফোনালাপ প্রচার করতে ইচ্ছুকদের যোগাযোগ করার কথাও বলেন তিনি।

দেশের অন্যান্য পত্রিকার সমালোচনা করে পত্রিকাটির একজন সোশ্যাল মিডিয়া ভিউ ম্যানেজার নিজের ফেক আইডি থেকে আরও বলেন, ‘এদেশের বেশিরভাগ পত্রিকাই ব্যাকডেটেড। কোন আইটেমে হিট বেশি এরা জানে না। সেদিক থেকে আমরা এগিয়ে আছি। শুধু পাশের বাসার আন্টি না, পাশের বাসার খালু, পাশের বাসার চাচী, আশের বাসার মামি পুরস্কারও একদিন আমরা নিজেদের বগদ দাবা করবো ইনশাআল্লাহ।‘

২২৫ পঠিত ... ১৭:১২, নভেম্বর ২১, ২০২৩

Top