আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনলেন মেসি, রোনালদো ও রামোস

১০৩ পঠিত ... ১৬:৫৭, নভেম্বর ১৯, ২০২৩

1

আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসানের পর এখন আওয়ামীলীগের মনোনয়ন ফরমের উপর ঝাঁপিয়ে পড়েছেন মেসি, রোনালদো ও রামোস। তিনজনই কিনে নিয়েছেন আওয়ামীলীগের মনোনয়ন ফরম। ফরম কেনার পর তাদের মনের অবস্থা জানতে আমরা সবার সাথে ইমোতে যোগাযোগ করেছিলাম।

মনোনয়ন পাশে নিয়ে শুয়ে ছিলেন লিওনার্দো মেসি। এই অবস্থায়ই আমাদের বললেন, ‘আমার কাছে তো ৮টা ব্যালন ডি অর আছে। কিন্তু, এতগুলা ব্যালন ডি অর দিয়ে আমার কী হবে যদি আওয়ামীলীগের একটা মনোনয়ন ফরম নাই থাকে? আমি চেয়েছিলাম সবার আগে আমিই এই শুভ কাজটা করব, কিন্তু আমার আগে সাকিব আল হাসান করে ফেলেছে ভেবেই খারাপ লাগছে।’

তবে, রামোস জানালেন একদম ভিন্নরকম গল্প। তিনি জানালেন, ‘আমি ছোটবেলা থেকেই ছাত্রলীগকে ফলো করে আসছি। তারা আমার ইন্সপায়রেশন। আমি এমনকি ফুটবলেও তাদেরকেই ফলো করি। ছাত্রলীগের জন্য আমার শুরু থেকেই একটা উইকনেস ছিল দেখে আওয়ামীলীগের প্রতিও একটা সফট কর্নার আছে। এজন্যই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।’

রোনালদোর সাক্ষাৎকার না পাওয়া গেলেও, পাওয়া গিয়েছে আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসানের। তিনি তাচ্ছিল্যের হাসি হেসে আমাদের বললেন, ‘আমার কাছে এসব মেসি, রোনালদো কেন ওদের বড়টা আসলেও বেইল পাবে না!’

১০৩ পঠিত ... ১৬:৫৭, নভেম্বর ১৯, ২০২৩

Top